বন্যা ও খরা কাটিয়ে কুমিল্লার গোমতী নদীর চরে ছড়িয়ে পড়েছে নতুন ধানের সোনালি হাসি। আউশ মৌসুমে বিনাধান-১৯ ও বিনাধান-২১ জাত চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষক। চলছে ধান কাটা ও মাড়াই উৎসব। পতিত জমিতে বাড়তি ফসল পেয়ে খুশি কৃষক। কুমিল্লার আদর্শ সদর, বুড়িচং, দেবিদ্বার, মুরাদনগর ও দাউদকান্দির চরের শতাধিক বিঘা জমিতে এই ধান চাষ করা হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) সূত্রমতে, কম সময়ে উৎপাদিত খরাসহিষ্ণু বিনা-১৯ ও বিনা-২১ জাতের ধান চাষ করে লাভবান হয়েছেন কৃষক। এবার গোমতী নদীর চরসহ কুমিল্লার ১৭ উপজেলার আট শতাধিক বিঘা জমিতে এই ধান চাষ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য চাষ হয়েছে বুড়িচং উপজলোর গোমতীর চরে। উপজেলার এতবারপুর গ্রামের নদীর চরে পাহাড়ি ঢলের পানিতে ধান পাঁচ দিন ডুবে ছিল। আষাঢ় ও শ্রাবণ মাসে বৃষ্টি হয়নি। খরা ও বন্যা কাটিয়ে বিনাধান-১৯ ও বিনাধান-২১ এর ভালো ফলন হয়েছে। এতবারপুরের চরের মাঠে গিয়ে দেখা যায়, সেখানে ২৫ বিঘা জমিতে বিনাধান-১৯ ও বিনাধান-২১ চাষ হয়েছে। মাঠে পাকা ধানের সুবাস। তীব্র গরম উপেক্ষা করে ধান কাটছেন কৃষকরা। পাশে জমিতেই ধান মেশিনে ছড়াচ্ছেন এক কৃষক। এই সময়ে ধান পেয়ে খুশি তারা। গরমেও কাজ করছেন খুশি মনে। এতবারপুরের কৃষক জসিম উদ্দিন ও নাজির আহমেদ বলেন, এই সময়ে চরের জমি খালি পড়ে থাকত। কেউ কেউ ধইঞ্চা চাষ করতেন জ¦ালানির জন্য। কারণ পানির ঢল ও খরায় ধান নষ্ট হয়ে যেত। এবার প্রথম আমরা উপজেলা কৃষি অফিসের পরামর্শে বিনাধান-১৯ ও বিনাধান-২১ জাতের ধান চাষ করেছি। প্রথমে ঢলে পাঁচ দিন ধানের চারা পানিতে তলিয়ে থাকায় আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। শেষ দিকে এলো খরা। তারপরও ভালো ফলন হয়েছে।
শিরোনাম
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
বন্যা খরা কাটিয়ে গোমতীর চরে সোনালি হাসি
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর