বাজারে চালের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে খোলা বাজারে ওএমএসের মাধ্যমে ৩০ টাকা কেজি চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বাজারের চেয়ে অর্ধেক মূল্যে চাল পাওয়ায় নিম্ন আয়ের মানুষজনের ভিড় বাড়ছে ওএমএস ডিলারের দোকানে। কম দামে চাল কিনতে পেরে দারুণ খুশি এসব মানুষ আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির দাবি জানিয়েছেন তারা। চাল নিতে আসা আবদুর রাজ্জাক বলেন, চাল-ডাল তেল নিত্যপ্রয়োজনীয় কাঁচা পণ্যসহ সবকিছুর দাম বেশি। যার কারণে আমাদের মতো দিনমজুর মানুষদের জীবন চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে গরিব মানুষের খাওয়ার মোটা চালও ৫০ টাকা। এমন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মতো মানুষদের কথা ভেবে ৩০ টাকা কেজি দরে চাল দিচ্ছেন, এতে আমাদের বেশ সুবিধা হয়েছে। চাল নিতে আসা আবদুল খালেক বলেন, ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে ৩০ টাকা কেজি দরে আমরা যে চালটা পাচ্ছি সেটাতে আমাদের খুব সুবিধা হয়েছে। যেই চাল বাজারে কিনতে গেলে আমাদের ৫৫ টাকা লাগত সেই চাল আমরা এখানে ৩০ টাকায় পাচ্ছি। এতে আমাদের অনেক সুবিধা হয়েছে, সেই সঙ্গে টাকাও সাশ্রয় হচ্ছে। সেই টাকা দিয়ে তরিতরকারি কিনতে পারছি, এতে অন্তত ডাল-ভাত খেয়ে-পরে চলতে পারছি। চাল নিতে আসা সিরাজুল ইসলাম বলেন, আমি একজন ভ্যানচালক। আমার পরিবারে ৫ জন খানেওয়ালা রয়েছে। সারা দিনে আমার পরিবারের ৪/৫ কেজি চাল লাগে। কিন্তু সারা দিনে যে আয় হয় আর বাজারে যে চালের দাম তাতে চাল কিনলে তরকারি হয় না আর তরকারি কিনলে চাল হয় না এমন অবস্থা হয়েছে আমাদের। বর্তমানে ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রয় শুরু হয়েছে। এতে করে আমাদের জন্য সুবিধা হয়েছে। এর সঙ্গে যদি আরও আটাসহ অন্যান্য পণ্য দেওয়া হতো তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হতো। চাল নিতে আসা গৃহবধূ নাজমা বেগম বলেন, বাজারে চালের দাম বেশি। সেখানে শেখ হাসিনার সরকার কম দামে আমাদের ৫ কেজি করে চাল দিচ্ছে। এতে আমাদের মতো মানুষদের জন্য বেশ উপকার হয়েছে। চাল নিতে আসা রাশেদা বেওয়া বলেন, বাজারে তেল-চিনি ডালসহ চালের দাম খুব বাড়তির দিকে। আমরা তো গরিব মানুষ আয় রোজগার কম, যার কারণে আমাদের মতো মানুষদের সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সরকার এখন ৩০ টাকা কেজি দরে চাল দিচ্ছে, যার কারণে আমরা এই চাল কিনতে এসেছি। কম দামে চাল কিনতে পারছি এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। হিলি বাজারের ওএমএস ডিলার সাখাওয়াত হোসেন বলেন, সারা দেশের ন্যায় হিলিতে গত ১ সেপ্টেম্বর থেকে ওএমএস-এর চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সপ্তাহে পাঁচ দিন করে এই চাল বিক্রয় কার্যক্রম চলছে। যে কোনো নাগরিক তার জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ও টিসিবি কার্ডধারী ব্যক্তিরা সেই কার্ড দেখিয়ে ডিলার পয়েন্ট থেকে প্রতিদিন ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।
শিরোনাম
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
- শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
কম দামে ওএমএসের চাল নিতে দীর্ঘ লাইন
হিলি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর