বাজারে চালের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে খোলা বাজারে ওএমএসের মাধ্যমে ৩০ টাকা কেজি চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বাজারের চেয়ে অর্ধেক মূল্যে চাল পাওয়ায় নিম্ন আয়ের মানুষজনের ভিড় বাড়ছে ওএমএস ডিলারের দোকানে। কম দামে চাল কিনতে পেরে দারুণ খুশি এসব মানুষ আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির দাবি জানিয়েছেন তারা। চাল নিতে আসা আবদুর রাজ্জাক বলেন, চাল-ডাল তেল নিত্যপ্রয়োজনীয় কাঁচা পণ্যসহ সবকিছুর দাম বেশি। যার কারণে আমাদের মতো দিনমজুর মানুষদের জীবন চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে গরিব মানুষের খাওয়ার মোটা চালও ৫০ টাকা। এমন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মতো মানুষদের কথা ভেবে ৩০ টাকা কেজি দরে চাল দিচ্ছেন, এতে আমাদের বেশ সুবিধা হয়েছে। চাল নিতে আসা আবদুল খালেক বলেন, ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে ৩০ টাকা কেজি দরে আমরা যে চালটা পাচ্ছি সেটাতে আমাদের খুব সুবিধা হয়েছে। যেই চাল বাজারে কিনতে গেলে আমাদের ৫৫ টাকা লাগত সেই চাল আমরা এখানে ৩০ টাকায় পাচ্ছি। এতে আমাদের অনেক সুবিধা হয়েছে, সেই সঙ্গে টাকাও সাশ্রয় হচ্ছে। সেই টাকা দিয়ে তরিতরকারি কিনতে পারছি, এতে অন্তত ডাল-ভাত খেয়ে-পরে চলতে পারছি। চাল নিতে আসা সিরাজুল ইসলাম বলেন, আমি একজন ভ্যানচালক। আমার পরিবারে ৫ জন খানেওয়ালা রয়েছে। সারা দিনে আমার পরিবারের ৪/৫ কেজি চাল লাগে। কিন্তু সারা দিনে যে আয় হয় আর বাজারে যে চালের দাম তাতে চাল কিনলে তরকারি হয় না আর তরকারি কিনলে চাল হয় না এমন অবস্থা হয়েছে আমাদের। বর্তমানে ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রয় শুরু হয়েছে। এতে করে আমাদের জন্য সুবিধা হয়েছে। এর সঙ্গে যদি আরও আটাসহ অন্যান্য পণ্য দেওয়া হতো তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হতো। চাল নিতে আসা গৃহবধূ নাজমা বেগম বলেন, বাজারে চালের দাম বেশি। সেখানে শেখ হাসিনার সরকার কম দামে আমাদের ৫ কেজি করে চাল দিচ্ছে। এতে আমাদের মতো মানুষদের জন্য বেশ উপকার হয়েছে। চাল নিতে আসা রাশেদা বেওয়া বলেন, বাজারে তেল-চিনি ডালসহ চালের দাম খুব বাড়তির দিকে। আমরা তো গরিব মানুষ আয় রোজগার কম, যার কারণে আমাদের মতো মানুষদের সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সরকার এখন ৩০ টাকা কেজি দরে চাল দিচ্ছে, যার কারণে আমরা এই চাল কিনতে এসেছি। কম দামে চাল কিনতে পারছি এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। হিলি বাজারের ওএমএস ডিলার সাখাওয়াত হোসেন বলেন, সারা দেশের ন্যায় হিলিতে গত ১ সেপ্টেম্বর থেকে ওএমএস-এর চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সপ্তাহে পাঁচ দিন করে এই চাল বিক্রয় কার্যক্রম চলছে। যে কোনো নাগরিক তার জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ও টিসিবি কার্ডধারী ব্যক্তিরা সেই কার্ড দেখিয়ে ডিলার পয়েন্ট থেকে প্রতিদিন ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।
শিরোনাম
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
কম দামে ওএমএসের চাল নিতে দীর্ঘ লাইন
হিলি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর