রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বুড়ি তিস্তা খননে বাধা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় পানি উন্নয়ন বোর্ডের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পাউবোর লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সকালে ভুতকুড়া নামক স্থানে একনেক ক্যাট প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান খনন কাজ শুরুকালে হঠাৎ ২-৩ হাজার লোক ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র হাতে মহিলা-পুরুষ একজোট হয়ে ঠিকাদারের অস্থায়ী শেডে অতর্কিত হামলা চালায়। সেখানে থাকা একটি মোটরসাইকেল ও একটি মাটি কাটা ভেকু গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং দুটি মোটরসাইকেল ভাংচুর করে। ছয় সিলিন্ডার, তিনটি মেশিন ও ৩২ গোড়া দুটি মেশিন আগুনে পুড়িয়ে দেয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি টিনের ঘর ভাংচুর করে মালামাল লুটে নেয়। ডিমলা থানাসহ পার্শ্ববর্তী জলঢাকা থানার পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং  ডিমলা ফায়ার সিভিল ডিফেন্সের নেতৃত্বে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেন নীলফামারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহম্মেদ, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্টান্ডার ইঞ্জিনিয়ারিং মমিনুর রহমান খান বলেন, ৬৪ জেলায় অভ্যন্তরীণ ছোট নদী, খাল এবং জলাশয় পুনর্খনন প্রকল্পের অধীনে ১২০০ একরের মধ্যে ৫০০ একর জমি ক্যাট প্রকল্পের আওতায় বুড়ি তিস্তা নদী খননে দৈর্ঘ্য ৪.৫০ কি.মি. ও প্রস্থ ২.৫০ কি.মি. এবং ব্যারেজ খননে ছয় হেক্টরের মধ্যে ১ লাখ ৪ হাজার কৃষি জমি ও ৯ ফিট গভীরতায় প্রায় ৯০ কোটি টাকা বরাদ্দের কাজ উদ্বোধনকালে অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটে।  এ বিষয়ে এলাকাবাসীরা বলেন, আমরা পাকিস্তান আমল থেকে এ জমি চাষ করে পরিবার নিয়ে বসবাস করছি। এখানে তিনটি উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। সংশ্লিষ্ট কর্তৃক আমাদের কোনো নোটিস ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে খনন কাজ শুরু করে। কাজটি শুরু করলে আমরা পরিবার-পরিজন নিয়ে মাথা গোঁজার ঠাঁই পাব না। ইতোপূর্বে জমি নিয়ে মহামান্য হাইকোর্টের দুটি মামলা নীলফামারী নিম্ন কোর্টে চলমান রয়েছে। এ বিষয় ইউএনও বেলায়েত হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে এবং বর্তমানে কাজ স্থগিত রয়েছে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর