রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নতুন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) অধীনে ফেরি চলাচল শুরু হয়েছে। দিন-রাত এই রুটে তিনটি ফেরি চলাচল করবে। পর্যায়ক্রমে এই রুটে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হবে। গতকাল দুপুর ৩টায় রাজবাড়ী সদর উপজেলার চন্দনি ইউনিয়নের জৌকুড়া থেকে প্রথমবারের মতো বিআইডব্লিউটিসির ইউটিলিটি ফেরি ‘কদম’ নাজিরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এই রুটে ক্যামেলিয়া ও কুঞ্জলতাসহ মোট তিনটি ফেরি চলাচল করবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক মো. আজমল হোসেন। তিনি বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর আমাদের বেশ কয়েকটি ফেরি বসে ছিল। নতুন রুট পেয়ে আমাদের ফেরিগুলো চলাচল করতে পারছে। এটা আমাদের সবার জন্য গর্বের। সরেজমিনে দুপুরে জৌকুড়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, শত শত মানুষ ফেরি চলাচলের সংবাদ শুনে ফেরিঘাট এলাকায় এসেছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফেরি চলাচল শুরুর শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। দুপুরের দিকে প্রথম ট্রিপে তিনটি ছোট যানবাহন ও কয়েক শত যাত্রী নিয়ে রাজবাড়ীর জৌকুড়া ছেড়ে যায় ইউটিলিটি ‘কদম’ নামের ফেরিটি। এ সময় সাধারণ যাত্রী ও দর্শকরা হাততালি দিয়ে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা বলেন, এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হলে দক্ষিণ ও উত্তরাঞ্চলের সেতুবন্ধ হিসেবে কাজ করবে। যাত্রী ও চালকদের ভোগান্তি দূর হবে। দুই বিভাগের মধ্যে শত কিলোমিটার দূরত্ব হ্রাস পাবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম আরিফ উদ্দীন বলেন, আমরা ১২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীটি ড্রেজিং করে নৌপথ সচল করেছি। এই নৌরুটে সারা বছর ফেরি চলাচল করার জন্য আমরা কাজ করে যাব। নৌপথটি সচল রাখতে পারলে সারা বছর ফেরি চলাচল করবে।
শিরোনাম
- কুয়েতে ভারতের নতুন রাষ্ট্রদূত পারমিতা ত্রিপাঠী
- রাস্তা অবরোধ বরদাশত করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- জিম্মি মুক্তিতে একমাত্র বাধা নেতানিয়াহু, ভুক্তভোগীদের পরিবার
- বাংকার থেকে জেল, বিচ্ছেদ পেরিয়ে এবার রাষ্ট্রক্ষমতার দৌড়ে ‘লৌহমানবী’
- ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে ছুটল জাহাজগুলো
- চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার বাতিলের দাবিতে মানববন্ধন
- ৫ টন চাল, ৬০০ কেজি পেঁয়াজ, এক কড়াইয়ে রেকর্ড রান্না
- মেয়েকে কলেজে দিয়ে ফেরার পথে প্রাণ গেল বাবার
- ব্যারিস্টার ফুয়াদরা জানেন না কোথায় থামতে হবে : হামিম
- ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি
- সৌদি, তুরস্ক ও ইরাকের জন্যও অপেক্ষা করছে ইসরায়েলি বোমা: সাবেক আইআরজিসি প্রধান
- ৬ বিভাগে অতিভারি বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা
- ফরিদপুরে রেল-সড়কপথ অবরোধ, আটকে গেছে ঢাকাগামী ট্রেন
- সরকার পরিবর্তনের ডাক দিয়ে যুক্তরাজ্যে নতুন ভোটের আহ্বান মাস্কের
- আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, টিটিপির ৩৫ সদস্য নিহত
- সৌদিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
- রাজধানীতে বৃষ্টিতে যানজটে ভোগান্তি
- পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- নেপালের পর্যটন খাত বিপর্যস্ত, ২ দিনে ক্ষতি ২৫০০ কোটি রুপি
- কক্সবাজারে ধর্ষণে বাধা দেওয়ায় স্ত্রীর সামনে স্বামীকে হত্যা