রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নতুন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) অধীনে ফেরি চলাচল শুরু হয়েছে। দিন-রাত এই রুটে তিনটি ফেরি চলাচল করবে। পর্যায়ক্রমে এই রুটে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হবে। গতকাল দুপুর ৩টায় রাজবাড়ী সদর উপজেলার চন্দনি ইউনিয়নের জৌকুড়া থেকে প্রথমবারের মতো বিআইডব্লিউটিসির ইউটিলিটি ফেরি ‘কদম’ নাজিরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এই রুটে ক্যামেলিয়া ও কুঞ্জলতাসহ মোট তিনটি ফেরি চলাচল করবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক মো. আজমল হোসেন। তিনি বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর আমাদের বেশ কয়েকটি ফেরি বসে ছিল। নতুন রুট পেয়ে আমাদের ফেরিগুলো চলাচল করতে পারছে। এটা আমাদের সবার জন্য গর্বের। সরেজমিনে দুপুরে জৌকুড়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, শত শত মানুষ ফেরি চলাচলের সংবাদ শুনে ফেরিঘাট এলাকায় এসেছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফেরি চলাচল শুরুর শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। দুপুরের দিকে প্রথম ট্রিপে তিনটি ছোট যানবাহন ও কয়েক শত যাত্রী নিয়ে রাজবাড়ীর জৌকুড়া ছেড়ে যায় ইউটিলিটি ‘কদম’ নামের ফেরিটি। এ সময় সাধারণ যাত্রী ও দর্শকরা হাততালি দিয়ে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা বলেন, এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হলে দক্ষিণ ও উত্তরাঞ্চলের সেতুবন্ধ হিসেবে কাজ করবে। যাত্রী ও চালকদের ভোগান্তি দূর হবে। দুই বিভাগের মধ্যে শত কিলোমিটার দূরত্ব হ্রাস পাবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম আরিফ উদ্দীন বলেন, আমরা ১২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীটি ড্রেজিং করে নৌপথ সচল করেছি। এই নৌরুটে সারা বছর ফেরি চলাচল করার জন্য আমরা কাজ করে যাব। নৌপথটি সচল রাখতে পারলে সারা বছর ফেরি চলাচল করবে।
শিরোনাম
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর