রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নতুন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) অধীনে ফেরি চলাচল শুরু হয়েছে। দিন-রাত এই রুটে তিনটি ফেরি চলাচল করবে। পর্যায়ক্রমে এই রুটে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হবে। গতকাল দুপুর ৩টায় রাজবাড়ী সদর উপজেলার চন্দনি ইউনিয়নের জৌকুড়া থেকে প্রথমবারের মতো বিআইডব্লিউটিসির ইউটিলিটি ফেরি ‘কদম’ নাজিরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এই রুটে ক্যামেলিয়া ও কুঞ্জলতাসহ মোট তিনটি ফেরি চলাচল করবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক মো. আজমল হোসেন। তিনি বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর আমাদের বেশ কয়েকটি ফেরি বসে ছিল। নতুন রুট পেয়ে আমাদের ফেরিগুলো চলাচল করতে পারছে। এটা আমাদের সবার জন্য গর্বের। সরেজমিনে দুপুরে জৌকুড়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, শত শত মানুষ ফেরি চলাচলের সংবাদ শুনে ফেরিঘাট এলাকায় এসেছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফেরি চলাচল শুরুর শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। দুপুরের দিকে প্রথম ট্রিপে তিনটি ছোট যানবাহন ও কয়েক শত যাত্রী নিয়ে রাজবাড়ীর জৌকুড়া ছেড়ে যায় ইউটিলিটি ‘কদম’ নামের ফেরিটি। এ সময় সাধারণ যাত্রী ও দর্শকরা হাততালি দিয়ে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা বলেন, এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হলে দক্ষিণ ও উত্তরাঞ্চলের সেতুবন্ধ হিসেবে কাজ করবে। যাত্রী ও চালকদের ভোগান্তি দূর হবে। দুই বিভাগের মধ্যে শত কিলোমিটার দূরত্ব হ্রাস পাবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম আরিফ উদ্দীন বলেন, আমরা ১২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীটি ড্রেজিং করে নৌপথ সচল করেছি। এই নৌরুটে সারা বছর ফেরি চলাচল করার জন্য আমরা কাজ করে যাব। নৌপথটি সচল রাখতে পারলে সারা বছর ফেরি চলাচল করবে।
শিরোনাম
- নেত্রকোনায় নিয়োগবিধিমালা সংশোধনের দাবিতে ক্লাস বর্জন, তালাবদ্ধ অধ্যক্ষ
- আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- ‘গ্রাম পুলিশের দক্ষতা বাড়লে জনগণ পাবে উন্নত সেবা’
- গুজব প্রতিরোধে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বিশেষ সেল
- তাইওয়ান ইস্যুতে কূটনৈতিক দ্বন্দ্বে মুখোমুখি চীন ও জাপান
- প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন দিতে সম্মতি
- চট্টগ্রামে জাল নোট মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ সিরিয়া
- রাবি শিক্ষকের বহিষ্কার দাবিতে বিক্ষোভ
- জোর করে ঐকমত্য চাপিয়ে দেওয়া যায় না : রুমিন ফারহানা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫
- খ্যাতনামা অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে ভর্তি
- জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের টানা আন্দোলন
- দিল্লি বিস্ফোরণে জড়িত কেউ রেহাই পাবে না: মোদি
- সনদের বাইরের সিদ্ধান্ত স্বাক্ষরকারী দলগুলো মানতে বাধ্য নয় : সালাহউদ্দিন
- বাঞ্ছারামপুরে ৪ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেফতার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭০৩ মামলা
- ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়নপত্র কিনলেন তাসনিম জারা
- ৫০০ কোটি পাউন্ডের বিটকয়েন নিয়ে যুক্তরাজ্যে গিয়ে বিপাকে চীনা নারী!
- ১৩ নভেম্বর কী হবে, উদ্বেগ-উৎকণ্ঠায় দেশবাসী : জিল্লুর রহমান
জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর