সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দিনাজপুরে ফের ঘন কুয়াশায়

দিনাজপুর প্রতিনিধি

কুয়াশা ভরা শীতের প্রভাব দিনাজপুর অঞ্চলে কমে এলেও গতকাল সকাল থেকে আবার দেখা গেল হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশা। আকাশ ছিল মেঘলা। কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতে বিপর্যস্থ হয়ে পড়ে জনজীবন। সকালে দূরপাল্লার পরিবহনগুলো শীতের পাশাপাশি কুয়াশায় বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে দেখা যায়। দোকানপাট খুলছে বেলা ১১টার পর। দুপুর সাড়ে ১২টার দিকে সূর্যের দেখা মিললেও উত্তাপ ছিল না। সকালে রাস্তায় সাধারণ মানুষের চলাচল কম ছিল। কনকনে শীতল বাতাসে ছিন্নমূলের মানুষ ছাড়াও প্রান্তিক চাষিরা ইরি-বোরোর চারা রোপণ নিয়ে বিপাকে পড়েন। এদিকে গতকাল দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯২ শতাংশ বলে দিনাজপুর আবহাওয়া অফিস জানায়। জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, গতকাল বাতাসের আদ্রতা ও গতি বাড়ায় এবং ঠিকমতো সূর্য না ওঠায় কনকনে শীত অনুভূত হয়। গতকাল দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা  রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

 এবং বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। তবে কয়েক দিনেই রাত এবং দিনের তাপমাত্রা বাড়বে। ফলে শীতের দাপট কমবে।

সর্বশেষ খবর