ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গড়ে ওঠা ২২টি ইটভাটার ১৬টিই অবৈধ। এগুলোর নেই উৎপাদন অনুমতি ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র। অবৈধ ভাটার কারণে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ। চিমনীর কালো ধোঁয়ায় আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, জনবসতি ও ফসলের ক্ষতি হচ্ছে। স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন রোগব্যাধিতে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার লালুয়ারটুক গ্রামের পাশে মেঘনা নদীর পাড়ের ফসলি জমি বন্ধক নিয়ে প্রায় এক যুগ আগে নির্মাণ করা হয় ‘মেসার্স শাহানা’ ও ‘মেসার্স সালমা’ নামে দুটি ইটভাটা। স্থাপনের সময় একেকটি ভাটা দুই একর জমির অনুমোদন নিলেও বর্তমানে দুই ভাটার দখলে আছে প্রায় ৩০ একর ফসলি জমি। আর এ দুটি ইটভাটা দক্ষিণদিয়া মৌজার দুটি দাগের প্রায় পাঁচ একর নদীর পাড় দখল করে রেখেছে বলে অভিযোগ আছে। শাহানা ব্রিকসের স্বল্প দূরত্বে রয়েছে জনবসতি। সালমা ব্রিকসে কাঠ পোড়ানোর জন্য ভাটার ভিতরেই স্থাপন করা হয়েছে করাতকল। কুন্ডা ইউনিয়নের সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের নাল ভূমির ওপর আশা ব্রিকস-১, ব্রিকস-২, রংগন-১ এবং রংগন-২ ইটভাটা নির্মাণ করা হয়েছে। জানা যায়, তিন ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, জনবসতি ও এলজিইডির পাকা সড়কের স্বল্প দূরত্বে রয়েছে কয়েকটি ভাটা। অথচ ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে উল্লেখ আছে, আবাসিক এলাকায়, সরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘনবসতির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা করা যাবে না। এ ছাড়া কৃষি জমির ওপরিভাগের মাটি ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ। ইটভাটা স্থাপনের আগে উপজেলা কৃষি অফিসের প্রত্যয়ন বাধ্যতামূলক হলেও অধিকাংশ মালিকই প্রত্যয়ন নেয়নি। এমনকি আবেদনও করেনি। নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামনু বলেন, কোনটি কৃষি জমি কোনটি অকৃষি সেটা আমরা ভালো বলতে পারব। ইটভাটা করার আগে যদি আমাদের কাছে আবেদনই না করে তাহলে কীভাবে যাচাই করা হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক খালেদ হাসান বলেন, নদীর পাড় দখল করে ইটভাটা পরিচালনা করার কোনো সুযোগ নেই। কৃষি জমিতে ইটভাটা স্থাপন হলে সেটি স্থানীয় কৃষি অফিস দেখবে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, আইন অমান্য করে যারা ইটভাটা পরিচালনা করছে সবার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
নাসিরনগরে ২২ ইটভাটার ১৬টিই অবৈধ
মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর