শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে আমগাছে মুকুলের ছড়াছড়ি

রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আমগাছে মুকুলের ছড়াছড়ি

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে আমগাছে মুকুলের ছড়াছড়ি। আম ব্যবসায়ীদের আশা এবার আমের উৎপাদন ভালো হবে। আম উৎপাদনের জন্য এবার অনইয়ার হওয়ায় গাছে গাছে মুকুল আসতে শুরু করেছে। আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোখলেসুর রহমান বলেন, এখন পর্যন্ত আবহাওয়া অনুকূল থাকায় হতাশ আমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আবহাওয়া পরিবর্তনের জন্য গাছে দেরিতে মুকুল আসলেও কয়েক দিন পর গাছে গাছে আমের থোকা ঝুলে থাকে। তাই আমগাছে মার্চ মাস পর্যন্ত মুকুল আসতে থাকবে। জানা গেছে, এবার অনইয়ার হওয়ায় জেলায় ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর অফইয়ার হওয়ায় আমের আশানুরূপ ফলন হয়েছিল। অতীত অভিজ্ঞতায় দেখা যায় এক বছর আমের উৎপাদন ভালো হলে পরের বছর খারাপ হয়। কিন্তু এবারও আমের উৎপাদন ভালো হবে বলে আশা করছেন আম চাষিরা। জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদফতর সূত্র মতে, জেলার পাঁচ উপজেলায় এবার ৩৭ হাজার ৫৮৮ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ২৮ লাখ ২৬ হাজার ৬৫০টি আমগাছ রয়েছে। এর মধ্যে শিবগঞ্জে ২০ হাজার ২৬০ হেক্টর, চাঁপাইনবাবগঞ্জ সদরে ৫ হাজার ১৬৫ হেক্টর, গোমস্তাপুরে ৪ হাজার ২৩০ হেক্টর, নাচোলে ৪ হাজার ২৭১ হেক্টর এবং ভোলাহাট উপজেলায় ৩ হাজার ৬৬২ হেক্টর জমিতে আমগাছ রয়েছে এবং উল্লেখযোগ্য আমের জাতগুলোর মধ্যে রয়েছে- গোপালভোগ, ক্ষিরসাপাত বা হিমসাগর, বোম্বাই, আশ্বিনা, ল্যাংড়া, লক্ষণভোগ, মল্লিকা, ফজলি, আম্রপালি, গৌড়মতিসহ অন্যান্য জাতের গুটি আম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. পলাশ সরকার জানান, চাঁপাইনবাবগঞ্জে আমগাছে মুকুল আসার সময়কাল ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এখন পর্যন্ত ৭০ ভাগ গাছ মুকুলিত হয়েছে। আশা করা হচ্ছে শতভাগ গাছ মুকুলিত হবে এবং এবার আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো হবে। গতবার অফ ইয়ার হওয়ায় কিছুটা কম উৎপাদন হয়েছিল কিন্তু এবার অনইয়ার হওয়ায় ভালো উৎপাদন হবে।

 এদিকে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোখলেসুর রহমান আম চাষিদের উদ্দেশ্যে বলেন, যেসব গাছে ৪ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি সাইজের মুকুল বেরিয়েছে অথচ ফুল ফোটেনি সেসব গাছে ১টি কীটনাশকের সঙ্গে ১টি ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে। এর পর গুটি যখন মোটরদানার সমান হবে তখন আরেকটি স্প্রে করা যাবে। চাঁপাইনবাবগঞ্জের শিবতলা এলাকার আমচাষি সুকুমার প্রামাণিক জানান, আমের ভালো ফলন হওয়ার জন্য তিনি এখন বাগান পরিচর্যার কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, তুলনামূলকভাবে এবার বড় আমগাছের চেয়ে ছোট আমগাছে বেশি মুকুল আসছে। তবে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত মুকুল আসবে বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর