লক্ষ্মীপুরে হত্যা মামলায় ইয়াসিন নামে একজনকে যাবজ্জীবন ও পর্নোগ্রাফি আইনের একটি মামলায় একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা জজ আদলতের বিচারক রহিবুল ইসলাম গতকাল এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইয়াসিন নোয়াখালীর চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়া গ্রামের আতিক উল্যার ছেলে। এদিকে ঝিনাইদহে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া আসামির নাম রেজওয়ানুল ইসলাম জনি। কুমিল্লার লাকসামের নশরতপুর বেলতলা এলাকায় ধর্ষণ মামলায় আবু আহাম্মদ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।