সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সৌর সেচে জমি চাষ

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

সৌর সেচে জমি চাষ

প্রতি বছর শুকনো মৌসুমেই পতিত পড়ে থাকে জমি। পানির অভাবে অধিকাংশ কৃষকরা জমি চাষ করতে পারেন না। ডিজেল দিয়ে সেচপাম্প চালিয়ে কয়েক জন কৃষক একটু আধটু জমি চাষ করলেও; তাতে থাকত দুর্ভোগ। চিন্তায় থাকতেন সেচপাম্পের ভাড়া ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে। ভালোভাবে সেচ দিতে পারতেন না জমি। তখন শুকিয়ে যেত মাঠ। নষ্ট হতো ফসল। তবে দুই বছর আগে কৃষকরা যখন জানতে পারল সূর্যের আলোয় বিদ্যুৎ দিয়ে পাম্প চালিয়ে তারা জমিতে পানি দিতে পারবেন। আর থাকবে না সেচপাম্প ভাড়া বা ডিজেলের দাম নিয়ে দুশ্চিন্তা। তখন কৃষি নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে লাগলেন কৃষকরা। আর চলতি বোর মৌসুমেই তাদের সেই স্বপ্ন পূর্ণ হলো। সূর্যের আলোয় উৎপাদিত বিদ্যুৎ থেকেই তারা এখন জমিতে সেচ দিচ্ছেন। সৌর বিদ্যুতেই চলছে সেচপাম্প। এতে পাল্টে যাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজপাড়া গ্রামের কৃষির চিত্র। শুকনো মৌসুমেও সেচের পানি নিয়ে আর ভাবনা নেই কৃষকদের। সৌর সেচ এ গ্রামে কৃষিতে সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে। ২০২০-২১ সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যোগে ৩০ লাখ টাকা ব্যয়ে সৌর সেচ প্রকল্পের আওতায় রাজপাড়া গ্রামে একটি সৌর সেচ পাম্প স্থাপন করা হয়। এ পাম্প স্থাপনে কৃষকদের ৩০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে হয়েছে। প্রথম দুই বছর সমিতি থেকে ৭ হাজার ৫০০ টাকা করে রাজস্ব দিতে হবে। পরবর্তিতে যতদিন এ সেচ পাম্প চলবে সংশ্লিষ্ট বিভাগ থেকে নির্ধারণ করে দেওয়া রাজস্ব ততদিন পরিশোধ করতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর