চাঁপাইনবাবগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে এক ছাত্রী। শুক্রবার রাত থেকে চলা অনশনে খবর গতকাল বিষয়টি ছড়িয়ে পড়লে অনেকে ঘটনাস্থলে ভিড় করেন। ঘটনার পর থেকে প্রেমিক যুবকসহ পরিবারের লোকজন পলাতক। ঘটনাটি ঘটেছে ভোলাহাট সদর ইউনিয়নের বজরাটেক কানারহাট ড্রেনপাড়া গ্রামে। জানা যায়, কানারহাট ড্রেনপাড়া গ্রামের আশিকের (২৫) সঙ্গে গোহালবাড়ী ইউনিয়নের বজরাটেক মোন্নাপাড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রীর দুই বছর ধরে প্রেম চলছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে প্রেমিক আশিকের অন্যত্র বিয়ে হচ্ছে এমন খবর পায় ওই ছাত্রী। এর পরিপ্রেক্ষিতে রাত ৯টার দিকে সে আশিকের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করে।
ওই ছাত্রী বলেন, আশিকের সঙ্গে দুই বছর ধরে তার প্রেম চলছে। বিয়ের কথা বলে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে আশিক। বিয়ে না করা পর্যন্ত প্রেমিকের বাড়িতেই অবস্থান করবে বলে জানায়। এ ব্যাপারে আশিকের সঙ্গে কথা বলার চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উভয়পক্ষ এলে তাদের কথা শুনে সিদ্ধান্ত নিতে হবে। ভোলাহাট থানার ওসি সেলিম রেজা চৌধুরী বলেন, বিষয়টি তিনি শুনেছেন। মেয়ের বয়স কম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।