বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ সভাপতি ইমাম হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন এহসান নামে একজন ড্রেজার ব্যবসায়ী। গত মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ইমাম হাসান জানান, চাঁদাবাজির অভিযোগ মিথ্যা। বাদীকে আমি চিনিই না। এজাহারে বলা হয়, এহসান উদ্দীন কেরানীগঞ্জ মডেল থানার বিভিন্ন জায়গায় ড্রেজার দিয়ে যৌথভাবে বালু ভরাটের কাজ করেন। গত ১৯ মার্চ ইমাম হাসান তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ টাকা না দিলে তার ড্রেজার দিয়ে বালু ভরাটের কাজ করতে দেবেনা বলে হুমকি দেন। এজাহারে আরও বলা হয়, মঙ্গলবার বিকালে ইমাম হাসানসহ ৩০-৩৫ জন মুসলিমাবাদে গিয়ে এহসানদের ড্রেজারের বালু নেওয়ার জন্য বিস্তৃত লোহার পাইপ কেটে ফেলে এবং বিভিন্ন আসবাবপত্র নষ্ট করে।

সর্বশেষ খবর