নেত্রকোনার মদনে গোবিন্দ্রশী গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত চাওয়াই নদীকে খাল বানিয়ে চলছে খনন কাজ। ভূমি সংশ্লিষ্টরাও জানেন না নদী কীভাবে খাল হলো। এ ছাড়া কাজের সময় পার করে তড়িঘড়ি নদীর পাড়ের মাটি তুলে রাখায় আবারও ভরাট হচ্ছে খনন করা জায়গা। এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলে তাদের নানা হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে ঠিকাদার তাদের বিরুদ্ধেও করেছেন চাঁদাবাজির মামলা। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, খাল খনন প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেলাল কনস্ট্রাকশন খনন কাজ বাস্তবায়ন করছে। চাওয়াই চার কিলোমিটার খনন কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪৪ হাজার ৭৮৮ টাকা। ২০২২ সালের ৬ জুন কাজ শুরু করে এ বছরের এ মাসে ৩০ এপ্রিল কাজ শেষ করার কথা ছিল। কিন্তু কাজই শুরু হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। খননের জায়গা থেকে ৩৮-৪০ ফুট দূরত্বে মাটি ফেলার কথা থাকলেও তড়িঘড়ি কাজ শুরু করে পাড়েই ফেলছে মাটি। ফলে বৃষ্টিতে আবার সেই মাটি ধসে নদী ভরাট হচ্ছে। খনন প্রকল্পের তত্ত্বাবাধনকারী নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী ওবায়দুল হক বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানকে বারবার বলা হচ্ছে মাটি নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার জন্য। মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনূর আলম জানান, কাগজপত্র অনুযায়ী চাওয়াই হচ্ছে নদী। কিন্তু সেখানে খাল খনন প্রকল্প কীভাবে হয়েছে সেটা পানি উন্নয়ন বোর্ড বলতে পারবে। মদন থানার ওসি মোহাম্মদ তাওদীদুর রহমান জানান, একটি চাঁদাবাজির লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে থানায় শুধু অভিযোগ করেছিলেন। এখন বুঝতেছেন মামলা রুজু করতে হবে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, আমার আগে যারা দায়িত্বে ছিলেন তারা বলতে পারবেন নদীতে কীভাবে খাল খনন প্রকল্প হয়েছে। পাড়ের মাটি সরিয়ে বিক্রি করার জন্য জেলা প্রশাসন থেকে ছয় সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, খননের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় ঠিকাদারি প্রতিনিধি স্থানীয় সাংবাদিক মোতাহার আলম চৌধুরী ও নূরুল আলম কামালসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মদন থানায় চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন।
শিরোনাম
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
নদীকে খাল দেখিয়ে খনন
আলপনা বেগম, নেত্রকোনা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর