নেত্রকোনার মদনে গোবিন্দ্রশী গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত চাওয়াই নদীকে খাল বানিয়ে চলছে খনন কাজ। ভূমি সংশ্লিষ্টরাও জানেন না নদী কীভাবে খাল হলো। এ ছাড়া কাজের সময় পার করে তড়িঘড়ি নদীর পাড়ের মাটি তুলে রাখায় আবারও ভরাট হচ্ছে খনন করা জায়গা। এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলে তাদের নানা হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে ঠিকাদার তাদের বিরুদ্ধেও করেছেন চাঁদাবাজির মামলা। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, খাল খনন প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেলাল কনস্ট্রাকশন খনন কাজ বাস্তবায়ন করছে। চাওয়াই চার কিলোমিটার খনন কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪৪ হাজার ৭৮৮ টাকা। ২০২২ সালের ৬ জুন কাজ শুরু করে এ বছরের এ মাসে ৩০ এপ্রিল কাজ শেষ করার কথা ছিল। কিন্তু কাজই শুরু হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। খননের জায়গা থেকে ৩৮-৪০ ফুট দূরত্বে মাটি ফেলার কথা থাকলেও তড়িঘড়ি কাজ শুরু করে পাড়েই ফেলছে মাটি। ফলে বৃষ্টিতে আবার সেই মাটি ধসে নদী ভরাট হচ্ছে। খনন প্রকল্পের তত্ত্বাবাধনকারী নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী ওবায়দুল হক বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানকে বারবার বলা হচ্ছে মাটি নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার জন্য। মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনূর আলম জানান, কাগজপত্র অনুযায়ী চাওয়াই হচ্ছে নদী। কিন্তু সেখানে খাল খনন প্রকল্প কীভাবে হয়েছে সেটা পানি উন্নয়ন বোর্ড বলতে পারবে। মদন থানার ওসি মোহাম্মদ তাওদীদুর রহমান জানান, একটি চাঁদাবাজির লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে থানায় শুধু অভিযোগ করেছিলেন। এখন বুঝতেছেন মামলা রুজু করতে হবে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, আমার আগে যারা দায়িত্বে ছিলেন তারা বলতে পারবেন নদীতে কীভাবে খাল খনন প্রকল্প হয়েছে। পাড়ের মাটি সরিয়ে বিক্রি করার জন্য জেলা প্রশাসন থেকে ছয় সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, খননের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় ঠিকাদারি প্রতিনিধি স্থানীয় সাংবাদিক মোতাহার আলম চৌধুরী ও নূরুল আলম কামালসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মদন থানায় চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
নদীকে খাল দেখিয়ে খনন
আলপনা বেগম, নেত্রকোনা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর