জনবল সংকট নিয়ে চলছে নওগাঁর পত্নীতলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ড ট্রেনিং স্কুল (ম্যাটস)। পাশাপাশি শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসাজ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য প্রতিষ্ঠানটির ল্যাবে নেই পর্যাপ্ত শিক্ষাসরঞ্জাম। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠার চার বছর পরও অনেকটা জোড়াতালি দিয়ে চলছে এর কার্যক্রম। জানা যায়, ২২ কোটি ৯৬ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার পুঁইয়া এলাকায় ম্যাটসের অবকাঠামো নির্মাণ করে। তিন তলা একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, ছাত্র-ছাত্রীদের জন্য দুটি আবাসিক হল, অধ্যক্ষ ও অন্য শিক্ষকদের জন্য দ্বিতল ভবনবিশিষ্ট দুটি কোয়ার্টার নির্মাণ শেষে ২০২১ সালে অবকাঠামো স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে বুঝে দেওয়া হয়। মোট ৫২ আসনবিশিষ্ট চার বছর মেয়াদি কোর্সে ওই বছরই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষাকার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠাটিতে তিনটি ব্যাচে মোট ১৫৬ জন শিক্ষার্থী রয়েছেন। এখানে অধ্যক্ষসহ ১৩ জন শিক্ষকের অনুমোদিত পদ আছে। প্রতিষ্ঠার পর থেকে নওগাঁ সরকারি মেডিকেল কলেজের শিক্ষক ডা. এম এ হাই পত্নীতলা ম্যাটস অধ্যক্ষ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ ছাড়া শিক্ষকের ১২টি পদের কোনোটিতে এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। পাঠদান করানো হচ্ছে সাতজন অতিথি শিক্ষক দিয়ে। ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, একাডেমিক ভবনে তালা। প্রশাসনিক ভবনের সামনে যেতেই মূল ফটকে তালা দিচ্ছেন দুজন লোক। তাদের একজন ফেরদৌস খান। তিনি পত্নীতলা ম্যাটস অফিস সহায়ক হিসেবে কর্মরত রয়েছেন। ফেরদৌস জানান, এই প্রতিষ্ঠানে তিনিই একমাত্র নিয়োগপ্রাপ্ত ব্যক্তি। অধ্যক্ষসহ বাকি যারা এখানে দায়িত্বে রয়েছেন তারা সবাই অন্য প্রতিষ্ঠানে চাকরি করছেন। পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নজিপুর সরকারি কলেজের কয়েকজন শিক্ষক এখানে মাঝে মাঝে ক্লাস নিয়ে যান। আবাসিক হলের কয়েকজন শিক্ষার্থী জানান, শিক্ষক সংকটে তাদের নিয়মিত পাঠদান কার্যক্রম হচ্ছে না। ল্যাবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। চিকিৎসাজ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য ব্যবহারিক শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। অধ্যক্ষ এম এ হাই বলেন, প্রতিষ্ঠানে বলতে গেলে কোনো জনবলই নেই। ১২ জন শিক্ষকসহ প্রায় ৪০ জন লোক থাকার কথা। এখানে সরকারি নিয়োগপ্রাপ্ত মাত্র একজন কর্মচারী রয়েছেন। তিনি গাজীপুরে স্বাস্থ্যবিভাগের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাকে প্রেষণে অফিস সহায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি অধ্যক্ষ হিসেবে এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। যারা এখানে পাঠদান করাচ্ছেন সবাই অন পেইড (টাকার বিনিময়ে) অতিথি শিক্ষক। ছাত্র ও ছাত্রীর দুটি হলে দুজন হল সুপার থাকার কথা। সেই দুটি পদও ফাঁকা। এ ছাড়া নিরাপত্তাকর্মীসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোও শূন্য।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
পত্নীতলা ম্যাটসের কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর