জনবল সংকট নিয়ে চলছে নওগাঁর পত্নীতলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ড ট্রেনিং স্কুল (ম্যাটস)। পাশাপাশি শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসাজ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য প্রতিষ্ঠানটির ল্যাবে নেই পর্যাপ্ত শিক্ষাসরঞ্জাম। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠার চার বছর পরও অনেকটা জোড়াতালি দিয়ে চলছে এর কার্যক্রম। জানা যায়, ২২ কোটি ৯৬ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার পুঁইয়া এলাকায় ম্যাটসের অবকাঠামো নির্মাণ করে। তিন তলা একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, ছাত্র-ছাত্রীদের জন্য দুটি আবাসিক হল, অধ্যক্ষ ও অন্য শিক্ষকদের জন্য দ্বিতল ভবনবিশিষ্ট দুটি কোয়ার্টার নির্মাণ শেষে ২০২১ সালে অবকাঠামো স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে বুঝে দেওয়া হয়। মোট ৫২ আসনবিশিষ্ট চার বছর মেয়াদি কোর্সে ওই বছরই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষাকার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠাটিতে তিনটি ব্যাচে মোট ১৫৬ জন শিক্ষার্থী রয়েছেন। এখানে অধ্যক্ষসহ ১৩ জন শিক্ষকের অনুমোদিত পদ আছে। প্রতিষ্ঠার পর থেকে নওগাঁ সরকারি মেডিকেল কলেজের শিক্ষক ডা. এম এ হাই পত্নীতলা ম্যাটস অধ্যক্ষ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ ছাড়া শিক্ষকের ১২টি পদের কোনোটিতে এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। পাঠদান করানো হচ্ছে সাতজন অতিথি শিক্ষক দিয়ে। ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, একাডেমিক ভবনে তালা। প্রশাসনিক ভবনের সামনে যেতেই মূল ফটকে তালা দিচ্ছেন দুজন লোক। তাদের একজন ফেরদৌস খান। তিনি পত্নীতলা ম্যাটস অফিস সহায়ক হিসেবে কর্মরত রয়েছেন। ফেরদৌস জানান, এই প্রতিষ্ঠানে তিনিই একমাত্র নিয়োগপ্রাপ্ত ব্যক্তি। অধ্যক্ষসহ বাকি যারা এখানে দায়িত্বে রয়েছেন তারা সবাই অন্য প্রতিষ্ঠানে চাকরি করছেন। পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নজিপুর সরকারি কলেজের কয়েকজন শিক্ষক এখানে মাঝে মাঝে ক্লাস নিয়ে যান। আবাসিক হলের কয়েকজন শিক্ষার্থী জানান, শিক্ষক সংকটে তাদের নিয়মিত পাঠদান কার্যক্রম হচ্ছে না। ল্যাবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। চিকিৎসাজ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য ব্যবহারিক শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। অধ্যক্ষ এম এ হাই বলেন, প্রতিষ্ঠানে বলতে গেলে কোনো জনবলই নেই। ১২ জন শিক্ষকসহ প্রায় ৪০ জন লোক থাকার কথা। এখানে সরকারি নিয়োগপ্রাপ্ত মাত্র একজন কর্মচারী রয়েছেন। তিনি গাজীপুরে স্বাস্থ্যবিভাগের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাকে প্রেষণে অফিস সহায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি অধ্যক্ষ হিসেবে এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। যারা এখানে পাঠদান করাচ্ছেন সবাই অন পেইড (টাকার বিনিময়ে) অতিথি শিক্ষক। ছাত্র ও ছাত্রীর দুটি হলে দুজন হল সুপার থাকার কথা। সেই দুটি পদও ফাঁকা। এ ছাড়া নিরাপত্তাকর্মীসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোও শূন্য।
শিরোনাম
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
পত্নীতলা ম্যাটসের কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর