ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে সড়ক সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। ভাটার এক নম্বর ইট ব্যবহারের কথা থাকলেও নিম্নমানের ইটেই চলছে সড়কের কাজ। স্থানীয়রা বলছে এমন মানহীন সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হলে এক পশলা বৃষ্টিতেই ধুয়ে যাবে সড়কটি। ঠিকাদারের কাজে ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। রাজাপুর উপজেলার গালুয়া বাজারের সরেজমিন ঘুরে ঘটনার সত্যতাও মিলেছে। রাজাপুরের গালুয়া বাজার থেকে খায়েরহাট এবং চাড়াখালী বাজারে যেতে তিন কিলোমিটার দৈর্ঘ্য এবং ৩.৭ মিটার প্রস্থের এই সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। টেন্ডার প্রক্রিয়া শেষে সড়ক বিভাগের সঙ্গে ২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ের এই সড়কটির কাজের চুক্তিবদ্ধ হয় পিরোজপুরের মেসার্স ঐশী এন্টারপ্রাইজের সঙ্গে। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সেলিম হেসেন কাজটি বিক্রি করে দেন গালুয়া এলাকার যুবলীগ নেতা মো. কবির হোসেনের কাছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বদলি ঠিকাদার কবির হোসেনের সঙ্গে এই কাজের পার্টনার ফেরদৌসের মালিকানাধীন একই ইউনিয়নের হাজি ব্রিকস থেকে কম দামে নিম্নমানের ইট এনে তা দিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে।’ এই সড়ক অল্প দিনের মধ্যেই আবার ভেঙে যাবে বলেও মন্তব্য করেছেন স্থানীয়রা। এই নিম্নমানের ইটে রাস্তা হলে বৃষ্টি হলেই ইট ধুয়ে কাদামাটি হয়ে যাবে। তবে এ কাজের বর্তমান ঠিকাদার কবির হোসেন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ১ নম্বর ইট দিয়ে কাজ করাচ্ছি। পুরনো ইট রাস্তার এজিনের কাজে ব্যবহৃত হবে। খারাপ ইট থাকলে তা সরিয়ে ফেলব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর রাজাপুর উপজেলার দায়িত্বরত প্রকৌশলীর সরকারি মোবাইল ফোন নম্বরটি বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ পাওয়া যায়।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
ঝালকাঠিতে নিম্নমানের সামগ্রীতে সড়ক!
এস এম রেজাউল করিম, ঝালকাঠি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর