ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে সড়ক সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। ভাটার এক নম্বর ইট ব্যবহারের কথা থাকলেও নিম্নমানের ইটেই চলছে সড়কের কাজ। স্থানীয়রা বলছে এমন মানহীন সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হলে এক পশলা বৃষ্টিতেই ধুয়ে যাবে সড়কটি। ঠিকাদারের কাজে ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। রাজাপুর উপজেলার গালুয়া বাজারের সরেজমিন ঘুরে ঘটনার সত্যতাও মিলেছে। রাজাপুরের গালুয়া বাজার থেকে খায়েরহাট এবং চাড়াখালী বাজারে যেতে তিন কিলোমিটার দৈর্ঘ্য এবং ৩.৭ মিটার প্রস্থের এই সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। টেন্ডার প্রক্রিয়া শেষে সড়ক বিভাগের সঙ্গে ২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ের এই সড়কটির কাজের চুক্তিবদ্ধ হয় পিরোজপুরের মেসার্স ঐশী এন্টারপ্রাইজের সঙ্গে। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সেলিম হেসেন কাজটি বিক্রি করে দেন গালুয়া এলাকার যুবলীগ নেতা মো. কবির হোসেনের কাছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বদলি ঠিকাদার কবির হোসেনের সঙ্গে এই কাজের পার্টনার ফেরদৌসের মালিকানাধীন একই ইউনিয়নের হাজি ব্রিকস থেকে কম দামে নিম্নমানের ইট এনে তা দিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে।’ এই সড়ক অল্প দিনের মধ্যেই আবার ভেঙে যাবে বলেও মন্তব্য করেছেন স্থানীয়রা। এই নিম্নমানের ইটে রাস্তা হলে বৃষ্টি হলেই ইট ধুয়ে কাদামাটি হয়ে যাবে। তবে এ কাজের বর্তমান ঠিকাদার কবির হোসেন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ১ নম্বর ইট দিয়ে কাজ করাচ্ছি। পুরনো ইট রাস্তার এজিনের কাজে ব্যবহৃত হবে। খারাপ ইট থাকলে তা সরিয়ে ফেলব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর রাজাপুর উপজেলার দায়িত্বরত প্রকৌশলীর সরকারি মোবাইল ফোন নম্বরটি বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ পাওয়া যায়।
শিরোনাম
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
ঝালকাঠিতে নিম্নমানের সামগ্রীতে সড়ক!
এস এম রেজাউল করিম, ঝালকাঠি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর