ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে সড়ক সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। ভাটার এক নম্বর ইট ব্যবহারের কথা থাকলেও নিম্নমানের ইটেই চলছে সড়কের কাজ। স্থানীয়রা বলছে এমন মানহীন সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হলে এক পশলা বৃষ্টিতেই ধুয়ে যাবে সড়কটি। ঠিকাদারের কাজে ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। রাজাপুর উপজেলার গালুয়া বাজারের সরেজমিন ঘুরে ঘটনার সত্যতাও মিলেছে। রাজাপুরের গালুয়া বাজার থেকে খায়েরহাট এবং চাড়াখালী বাজারে যেতে তিন কিলোমিটার দৈর্ঘ্য এবং ৩.৭ মিটার প্রস্থের এই সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। টেন্ডার প্রক্রিয়া শেষে সড়ক বিভাগের সঙ্গে ২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ের এই সড়কটির কাজের চুক্তিবদ্ধ হয় পিরোজপুরের মেসার্স ঐশী এন্টারপ্রাইজের সঙ্গে। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সেলিম হেসেন কাজটি বিক্রি করে দেন গালুয়া এলাকার যুবলীগ নেতা মো. কবির হোসেনের কাছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বদলি ঠিকাদার কবির হোসেনের সঙ্গে এই কাজের পার্টনার ফেরদৌসের মালিকানাধীন একই ইউনিয়নের হাজি ব্রিকস থেকে কম দামে নিম্নমানের ইট এনে তা দিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে।’ এই সড়ক অল্প দিনের মধ্যেই আবার ভেঙে যাবে বলেও মন্তব্য করেছেন স্থানীয়রা। এই নিম্নমানের ইটে রাস্তা হলে বৃষ্টি হলেই ইট ধুয়ে কাদামাটি হয়ে যাবে। তবে এ কাজের বর্তমান ঠিকাদার কবির হোসেন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ১ নম্বর ইট দিয়ে কাজ করাচ্ছি। পুরনো ইট রাস্তার এজিনের কাজে ব্যবহৃত হবে। খারাপ ইট থাকলে তা সরিয়ে ফেলব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর রাজাপুর উপজেলার দায়িত্বরত প্রকৌশলীর সরকারি মোবাইল ফোন নম্বরটি বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ পাওয়া যায়।
শিরোনাম
- র্যাবের দ্বারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা প্রার্থনা করছি : ডিজি
- ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
- মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া
- ব্যাট হাতে তামিমের ঝড়ো ফিফটি
- ওসি প্রদীপের স্ত্রী চুমকির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
- দুদকের মামলায় গিয়াস উদ্দিন মামুনের খালাসের রায় বহাল
- জয়কে হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা মিজানুরের জামিন
- নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে শিশির, তিন দিনে কুয়াশার কারণে দুর্ঘটনায় নিহত ৬
- গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানীর অবদান স্মরণীয় : তারেক রহমান
- গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই
- আজ মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন
- শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- এবার জুভেন্তাসের কাছে হেরে আরও বিপাকে ম্যানসিটি
- আজ ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০.২ ডিগ্রি
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত
- ওয়াসার ১৯ পদে তাকসিমের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল
- বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ
- বহিঃশক্তির হুমকিকে বিএনপি ভয় পায় না : সাইফুল ইসলাম