ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে সড়ক সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। ভাটার এক নম্বর ইট ব্যবহারের কথা থাকলেও নিম্নমানের ইটেই চলছে সড়কের কাজ। স্থানীয়রা বলছে এমন মানহীন সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হলে এক পশলা বৃষ্টিতেই ধুয়ে যাবে সড়কটি। ঠিকাদারের কাজে ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। রাজাপুর উপজেলার গালুয়া বাজারের সরেজমিন ঘুরে ঘটনার সত্যতাও মিলেছে। রাজাপুরের গালুয়া বাজার থেকে খায়েরহাট এবং চাড়াখালী বাজারে যেতে তিন কিলোমিটার দৈর্ঘ্য এবং ৩.৭ মিটার প্রস্থের এই সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। টেন্ডার প্রক্রিয়া শেষে সড়ক বিভাগের সঙ্গে ২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ের এই সড়কটির কাজের চুক্তিবদ্ধ হয় পিরোজপুরের মেসার্স ঐশী এন্টারপ্রাইজের সঙ্গে। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সেলিম হেসেন কাজটি বিক্রি করে দেন গালুয়া এলাকার যুবলীগ নেতা মো. কবির হোসেনের কাছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বদলি ঠিকাদার কবির হোসেনের সঙ্গে এই কাজের পার্টনার ফেরদৌসের মালিকানাধীন একই ইউনিয়নের হাজি ব্রিকস থেকে কম দামে নিম্নমানের ইট এনে তা দিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে।’ এই সড়ক অল্প দিনের মধ্যেই আবার ভেঙে যাবে বলেও মন্তব্য করেছেন স্থানীয়রা। এই নিম্নমানের ইটে রাস্তা হলে বৃষ্টি হলেই ইট ধুয়ে কাদামাটি হয়ে যাবে। তবে এ কাজের বর্তমান ঠিকাদার কবির হোসেন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ১ নম্বর ইট দিয়ে কাজ করাচ্ছি। পুরনো ইট রাস্তার এজিনের কাজে ব্যবহৃত হবে। খারাপ ইট থাকলে তা সরিয়ে ফেলব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর রাজাপুর উপজেলার দায়িত্বরত প্রকৌশলীর সরকারি মোবাইল ফোন নম্বরটি বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ পাওয়া যায়।
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে