পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীতে হঠাৎ মাছ মরে যেতে শুরু করেছে। সীমান্ত এলাকা শীবচণ্ডী থেকে কয়েক কিলোমিটারজুড়ে নদীতে গতকাল সকাল থেকে মরা মাছ ভাসতে দেখেন স্থানীয়রা। এলাকার হাজার হাজার মানুষ মরা মাছ ধরছিলেন। তবে মাছ মরার কারণ জানা যায়নি। অনেকে বলছেন, নদীতে কীটনাশক অথবা মাছ শিকারের অবৈধ ট্যাবলেট ছিটানো হয়েছে। স্থানীয়রা জানান, নদীর বিভিন্ন প্রজাতির মাছ মরে যাচ্ছে। গতকাল সকালে স্থানীয়রা নদীতে মরা মাছ ভেসে যেতে দেখেন। ঘটনা জানাজানি হলে ভজনপুর এবং দেবনগর ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ নদীতে মাছ ধরতে নামেন। এলাকাবাসী জানান, করতোয়ার ভারতীয় অংশ থেকে মাছ মরা শুরু হয়েছে। একটি অভয়াশ্রমেরও মাছ মরে ভাসতে থাকে। পরে কয়েক কিলোমিটারজুড়ে মরা মাছ ভাসতে দেখা যায়। দুই থেকে পাঁচ কেজি ওজনের মাছ থেকে শুরু করে দেশি পুটি, বৈরালী, বাইন, মিঠাপানির চিংড়ি, কাল বাউস, রুই, শোল, বোয়াল, কাতলা, চিলি, মহুকা, ঘোড়া, পোয়াসহ নানা জাতের মাছ মারা যাচ্ছে। স্থানীয় মৎস্যজীবীরা বলছেন, হঠাৎ মাছ মরে যাওয়ায় বিরাট ক্ষতি হয়ে গেছে। তারা এ নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। মাছ মরে যাওয়ার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। করতোয়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ জানান, আমরা শেষ হয়ে গেলাম। সব ধরনের মাছ মরে যাচ্ছে। মাছ ধরাই আমাদের পেশা। এ সময় মা মাছ ডিম দেবে। মাছের বংশ বৃদ্ধি হবে। কীটনাশক কিংবা ট্যাবলেট ছিটানোর কারণেই হয়ত মাছ মরছে। বিষয়টি তদন্ত করে দেখা উচিত। সেই সঙ্গে মাছ সংরক্ষণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রাণ প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন কারিগরের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ জানান, হঠাৎ মাছ মরে যাওয়ার ঘটনা দুঃখজনক। শুধু মাছ নয়, জলজ প্রাণীও মারা যাচ্ছে। করতোয়া নদীর মাছ জেলার লাখ লাখ মানুষের আমিষের চাহিদা মেটায়। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে। অবশ্যই ঘটনাটি তদন্ত হওয়া দরকার। আর যাতে এমন ঘটনা না ঘটে তার ব্যবস্থা করতে হবে। এখন পর্যন্ত যে মাছ বেঁচে আছে সেগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি। উপজেলার ভজনপুর এবং দেবনগর ইউনিয়নে ৫ শতাধিক মৎস্যজীবী রয়েছেন। তারা করতোয়া নদীর ওপরই নির্ভরশীল। এ নদীতে মাছ ধরেই তারা জীবিকা নির্বাহ করেন। অন্যদিকে এ দুই ইউনিয়নের সাধারণ মানুষের আমিষের চাহিদাও মেটায় করতোয়ার মাছ। দেবনগর ইউপি চেয়ারম্যান সলেমান আলী জানান, সকালে অনেকে আমাকে ফোন করে বিষয়টি জানায়। আমি গিয়ে মাছ মারা যাওয়ার ঘটনাটি প্রত্যক্ষ করেছি। মৎস্যজীবীদের সহযোগিতা করার চেষ্টা করব। জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজী জানান, আমি ছুটিতে আছি। অন্যরাও ছুটিতে। আপনারা ইউএনওকে জানান। তিনি বললে আমরা লোক পাঠাব।
শিরোনাম
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
- স্বাস্থ্যকেন্দ্রে ‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় চরাঞ্চলের প্রসূতিরা
- ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
- আমেরিকায় যেভাবে ভয়ানক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ‘লাফিং গ্যাস’
- দল নিবন্ধন : আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্বে ইসির ৭ কর্মকর্তা
- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মতবিনিময় সভা
করতোয়ায় হঠাৎ মরছে মাছ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর