মেহেরপুরে মৌমাছির কামড়ে ২০ জন আহত হয়েছেন। সদর উপজেলার বুড়িপোতা ঈদগাহ মাঠ ও কবরস্থানে এক মহিলার জানাজার সময় গতকাল এ ঘটনা ঘটে।
বুড়িপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য শরিফ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে আবু জাফরের স্ত্রী মারা যান। বুড়িপোতা ঈদগাহ মাঠ ও কবরস্থানে তার জানাজা চলছিল। এ সময় কবরস্থানের পাশে থাকা মৌচাকে হঠাৎ বাজপাখি ছোঁ মারে। তখন জানাজায় অংশ নিতে আসা মানুষের ওপর মৌমাছি আক্রমণ করে।