নেত্রকোনায় কংশ নদ থেকে দীর্ঘ দুই বছর ধরে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। সদর উপজেলার মেদনী ইউনিয়নে বড়ওয়ারী কংশ নদের ব্রিজের কাছ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলায় সড়কসহ হুমকিতে পড়েছে অর্ধশত গ্রামের কয়েক হাজার বাসিন্দা। এরই মধ্যে নদে বিলীন হয়েছে কয়েকটি কাঁচা সড়কসহ বিপুল পরিমাণ আবাদি জমি। জানা যায়, নেত্রকোনায় বিশ্ব বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে ৫০০ একর জমি ভরাটে কংশ নদে ১৪ কিলোমিটার ভাটি ও ১৮ কিলোমিটার ওজান থেকে ৬৪ কোটি ৪২ লাখ ৭৯২ ঘনমিটার বালু উত্তোলনের অনুমোদন চেয়ে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেন সংশ্লিষ্ট ঠিকাদার। ২০১৯ সালের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২২ জুন চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ অবাণিজ্যিকভাবে বালু ও মাটি উত্তোলনের প্রস্তাবনা দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে অনুরোধ জানানো হয়। তারপরও অবৈধভাবে বালু তোলা অব্যাহত থাকে। কৃষিজমি ও বাড়িঘর বাঁচাতে এ নিয়ে দফায় দফায় কৃষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে অপ্রীতিকর ঘটনাও ঘটে। পরিস্থিতি অবনতি হতে থাকলে অবৈধ বালু তোলা বন্ধ ও জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে লিখিতভাবে জানান জেলা প্রশাসক অঞ্জনা খান। অনুমোদন ছাড়াই দুই বছর ধরে বালু তোলার বিষয়ে ঠিকাদার গাজী মোজম্মেল হোসেন টুকু জানান, কর্তৃপক্ষের কথাতেই তুলেছেন। এ ব্যাপারে শেহাবির বর্তমান প্রকল্প পরিচালক আনিস মাহমুদ জানান, নদে পানি কম থাকায় এই মুহূর্তে বালু উত্তোলন বন্ধ রয়েছে। বিশাল এই প্রজেক্টের জন্য জলাবদ্ধতাসহ ছোটখাটো কিছু সমস্যা হচ্ছে যা দেখে ব্যবস্থা নেওয়া হবে। বালু তোলার অনুমোদনের জন্য আবেদন অনেক আগে দিলেও বেশকিছু দফতর জড়িত থাকায় অনুমোদনের বিষয়টি বিলম্ব হচ্ছে বলে জানান তিনি।
শিরোনাম
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’