নেত্রকোনায় কংশ নদ থেকে দীর্ঘ দুই বছর ধরে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। সদর উপজেলার মেদনী ইউনিয়নে বড়ওয়ারী কংশ নদের ব্রিজের কাছ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলায় সড়কসহ হুমকিতে পড়েছে অর্ধশত গ্রামের কয়েক হাজার বাসিন্দা। এরই মধ্যে নদে বিলীন হয়েছে কয়েকটি কাঁচা সড়কসহ বিপুল পরিমাণ আবাদি জমি। জানা যায়, নেত্রকোনায় বিশ্ব বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে ৫০০ একর জমি ভরাটে কংশ নদে ১৪ কিলোমিটার ভাটি ও ১৮ কিলোমিটার ওজান থেকে ৬৪ কোটি ৪২ লাখ ৭৯২ ঘনমিটার বালু উত্তোলনের অনুমোদন চেয়ে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেন সংশ্লিষ্ট ঠিকাদার। ২০১৯ সালের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২২ জুন চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ অবাণিজ্যিকভাবে বালু ও মাটি উত্তোলনের প্রস্তাবনা দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে অনুরোধ জানানো হয়। তারপরও অবৈধভাবে বালু তোলা অব্যাহত থাকে। কৃষিজমি ও বাড়িঘর বাঁচাতে এ নিয়ে দফায় দফায় কৃষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে অপ্রীতিকর ঘটনাও ঘটে। পরিস্থিতি অবনতি হতে থাকলে অবৈধ বালু তোলা বন্ধ ও জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে লিখিতভাবে জানান জেলা প্রশাসক অঞ্জনা খান। অনুমোদন ছাড়াই দুই বছর ধরে বালু তোলার বিষয়ে ঠিকাদার গাজী মোজম্মেল হোসেন টুকু জানান, কর্তৃপক্ষের কথাতেই তুলেছেন। এ ব্যাপারে শেহাবির বর্তমান প্রকল্প পরিচালক আনিস মাহমুদ জানান, নদে পানি কম থাকায় এই মুহূর্তে বালু উত্তোলন বন্ধ রয়েছে। বিশাল এই প্রজেক্টের জন্য জলাবদ্ধতাসহ ছোটখাটো কিছু সমস্যা হচ্ছে যা দেখে ব্যবস্থা নেওয়া হবে। বালু তোলার অনুমোদনের জন্য আবেদন অনেক আগে দিলেও বেশকিছু দফতর জড়িত থাকায় অনুমোদনের বিষয়টি বিলম্ব হচ্ছে বলে জানান তিনি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ