নেত্রকোনায় কংশ নদ থেকে দীর্ঘ দুই বছর ধরে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। সদর উপজেলার মেদনী ইউনিয়নে বড়ওয়ারী কংশ নদের ব্রিজের কাছ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলায় সড়কসহ হুমকিতে পড়েছে অর্ধশত গ্রামের কয়েক হাজার বাসিন্দা। এরই মধ্যে নদে বিলীন হয়েছে কয়েকটি কাঁচা সড়কসহ বিপুল পরিমাণ আবাদি জমি। জানা যায়, নেত্রকোনায় বিশ্ব বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে ৫০০ একর জমি ভরাটে কংশ নদে ১৪ কিলোমিটার ভাটি ও ১৮ কিলোমিটার ওজান থেকে ৬৪ কোটি ৪২ লাখ ৭৯২ ঘনমিটার বালু উত্তোলনের অনুমোদন চেয়ে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেন সংশ্লিষ্ট ঠিকাদার। ২০১৯ সালের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২২ জুন চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ অবাণিজ্যিকভাবে বালু ও মাটি উত্তোলনের প্রস্তাবনা দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে অনুরোধ জানানো হয়। তারপরও অবৈধভাবে বালু তোলা অব্যাহত থাকে। কৃষিজমি ও বাড়িঘর বাঁচাতে এ নিয়ে দফায় দফায় কৃষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে অপ্রীতিকর ঘটনাও ঘটে। পরিস্থিতি অবনতি হতে থাকলে অবৈধ বালু তোলা বন্ধ ও জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে লিখিতভাবে জানান জেলা প্রশাসক অঞ্জনা খান। অনুমোদন ছাড়াই দুই বছর ধরে বালু তোলার বিষয়ে ঠিকাদার গাজী মোজম্মেল হোসেন টুকু জানান, কর্তৃপক্ষের কথাতেই তুলেছেন। এ ব্যাপারে শেহাবির বর্তমান প্রকল্প পরিচালক আনিস মাহমুদ জানান, নদে পানি কম থাকায় এই মুহূর্তে বালু উত্তোলন বন্ধ রয়েছে। বিশাল এই প্রজেক্টের জন্য জলাবদ্ধতাসহ ছোটখাটো কিছু সমস্যা হচ্ছে যা দেখে ব্যবস্থা নেওয়া হবে। বালু তোলার অনুমোদনের জন্য আবেদন অনেক আগে দিলেও বেশকিছু দফতর জড়িত থাকায় অনুমোদনের বিষয়টি বিলম্ব হচ্ছে বলে জানান তিনি।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
অবৈধভাবে তোলা হচ্ছে কংশ নদের বালু
আলপনা বেগম, নেত্রকোনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর