রবিবার, ২১ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বঙ্গবন্ধুকন্যা কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বিএনপি-জামায়াতের সময়ে কৃষক সার-বীজের জন্য গুলি খেয়ে মরেছে। কৃষক পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একজন কৃষক এবং তাঁর সরকার কৃষিবান্ধব। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কৃষকের ঘরে ঘরে সার-বীজ ঘোরে। দরিদ্র কৃষকের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে সার-বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে সরকার। বঙ্গবন্ধুকন্যা কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন। কৃষকের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে স্মার্ট কার্ডের মাধ্যমে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে স্বল্প সুদে ৫০ কোটি টাকার কৃষিঋণ বিতরণকালে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারিক আফজালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মোরারজী দেশাই, আনিচুর রহমান, মো. নুরুজ্জামান, ইমদাদ সরকার, অ্যাডভোকেট তহিদুল হক সরকার প্রমুখ।

সর্বশেষ খবর