বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের কৃষক আরিফুল ইসলামসহ কয়েকজন যুবক রঙিন তরমুজ চাষ করে সফল হয়েছেন। তিনি পনেরো হাজার টাকা খরচ করে ৬০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। তার ২০ শতক জমি থেকে প্রথম অবস্থায় প্রায় ৩০ মণ তরমুজ তুলেছেন। রঙিন এই তরমুজ খেতে সুস্বাদু ও মজাদার। দেখতে হলুদ তরমুজটি কাটার পরে রঙিন অংশ বের হয়। জানা যায়, আরিফুল ছোট বেলা থেকেই কৃষিকাজের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন মৌসুমে কলা, পেঁপে, ভুট্টাসহ নানা ধরনের অর্থকরী ফসলের চাষ করেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ বছর তিনি তার ২০ শতক জমিতে হলুদ এবং কালো রঙের তরমুজ চাষ করেছেন। গত ১৩ মার্চ তিনি তার জমিতে তরমুজের বীজ বপন করেছিলেন। অল্প দিনেই তার তরমুজের গাছগুলো বড় হয়েছে। জমির মাচায় এখন দুলছে সারি সারি হলুদ এবং কালো রঙের তরমুজ। তরমুজগুলো এখন বাতাসে দোল খাচ্ছে। তার জমির এ তরমুজ দেখতে আশপাশের গ্রাম থেকে লোকজন আসছেন। আরিফুল ইসলাম জানান, তরমুজ চাষে জমিতে তেমন কোনো পরিচর্যা করতে হয়নি। ২০ শতক জমিতে মাত্র ১৫ হাজার টাকা খরচ হয়েছে। জমি থেকে তিনি প্রথম অবস্থায় ৩০ মণ তরমুজ তুলেছেন। সাধারণ তরমুজের চেয়ে তিনি এ তরমুজ বেশি দামে বিক্রি করেছেন। তিনি ৩০ মণ তরমুজ ৬০ হাজার টাকায় বিক্রি করেন। তিনি এখনো তার জমিতে আরও ২ বার তরমুজ তোলার আশা করছেন। বাজারে এ তরমুজের চাহিদা প্রচুর। তিনি আরও বলেন, উপজেলার উপসহকারী দুই কৃষি কর্মকর্তার পরামর্শে আমার জমিতে সুইট ইয়োলো এবং ব্লাক বেবি জাতের রঙিন তরমুজ চাষ করে আমি সফল হয়েছি। সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হালিম জানান, এ উপজেলায় কৃষকদের সাধারণত তরমুজ চাষের প্রতি তেমন কোনো আগ্রহ নেই। কৃষকদের মাঝে তরমুজ চাষের আগ্রহ বাড়াতে সেখানে অসময়ে রঙিন জাতের তরমুজ প্রদর্শনী আকারে করা হয়েছে। তার মতো অসময়ে তরমুজ চাষ করলে বাজারে ভালো দাম পাবেন কৃষকরা। তারা এক বিঘা জমি থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
শিরোনাম
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
রঙিন তরমুজ চাষে সফল কৃষক
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর