বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের কৃষক আরিফুল ইসলামসহ কয়েকজন যুবক রঙিন তরমুজ চাষ করে সফল হয়েছেন। তিনি পনেরো হাজার টাকা খরচ করে ৬০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। তার ২০ শতক জমি থেকে প্রথম অবস্থায় প্রায় ৩০ মণ তরমুজ তুলেছেন। রঙিন এই তরমুজ খেতে সুস্বাদু ও মজাদার। দেখতে হলুদ তরমুজটি কাটার পরে রঙিন অংশ বের হয়। জানা যায়, আরিফুল ছোট বেলা থেকেই কৃষিকাজের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন মৌসুমে কলা, পেঁপে, ভুট্টাসহ নানা ধরনের অর্থকরী ফসলের চাষ করেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ বছর তিনি তার ২০ শতক জমিতে হলুদ এবং কালো রঙের তরমুজ চাষ করেছেন। গত ১৩ মার্চ তিনি তার জমিতে তরমুজের বীজ বপন করেছিলেন। অল্প দিনেই তার তরমুজের গাছগুলো বড় হয়েছে। জমির মাচায় এখন দুলছে সারি সারি হলুদ এবং কালো রঙের তরমুজ। তরমুজগুলো এখন বাতাসে দোল খাচ্ছে। তার জমির এ তরমুজ দেখতে আশপাশের গ্রাম থেকে লোকজন আসছেন। আরিফুল ইসলাম জানান, তরমুজ চাষে জমিতে তেমন কোনো পরিচর্যা করতে হয়নি। ২০ শতক জমিতে মাত্র ১৫ হাজার টাকা খরচ হয়েছে। জমি থেকে তিনি প্রথম অবস্থায় ৩০ মণ তরমুজ তুলেছেন। সাধারণ তরমুজের চেয়ে তিনি এ তরমুজ বেশি দামে বিক্রি করেছেন। তিনি ৩০ মণ তরমুজ ৬০ হাজার টাকায় বিক্রি করেন। তিনি এখনো তার জমিতে আরও ২ বার তরমুজ তোলার আশা করছেন। বাজারে এ তরমুজের চাহিদা প্রচুর। তিনি আরও বলেন, উপজেলার উপসহকারী দুই কৃষি কর্মকর্তার পরামর্শে আমার জমিতে সুইট ইয়োলো এবং ব্লাক বেবি জাতের রঙিন তরমুজ চাষ করে আমি সফল হয়েছি। সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হালিম জানান, এ উপজেলায় কৃষকদের সাধারণত তরমুজ চাষের প্রতি তেমন কোনো আগ্রহ নেই। কৃষকদের মাঝে তরমুজ চাষের আগ্রহ বাড়াতে সেখানে অসময়ে রঙিন জাতের তরমুজ প্রদর্শনী আকারে করা হয়েছে। তার মতো অসময়ে তরমুজ চাষ করলে বাজারে ভালো দাম পাবেন কৃষকরা। তারা এক বিঘা জমি থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
শিরোনাম
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
রঙিন তরমুজ চাষে সফল কৃষক
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর