আশপাশে সড়ক নেই, বাড়িঘরও নেই। সরকারের লাখ লাখ টাকা খরচে মাঠের মাঝখানে নির্মাণ করা হয়েছে সেতু। এতে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। তাদের দাবি, উপজেলা প্রকৌশলীর স্থান নির্বাচনে ভুলের কারণেই সেতুটি জনগণের কাজে আসছে না। সড়কবিহীন এ সেতু নির্মাণ করা হয়েছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যরচক গ্রামে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর গ্রামের একটি খালের ওপর ২২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সেতু। অথচ এর আশপাশে নেই বাড়িঘর রাস্তা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেতু এলাকার বাসিন্দারা। তারা বলছেন, অযথাই সরকারি অর্থের অপচয় করা হয়েছে। মানুষের যদি কাজে না লাগে তাহলে সেতু নির্মাণ করা হলো কেন। সূত্র জানায়, সেতু নির্মাণের আগে উপজেলা প্রকৌশলীর মাধ্যমে স্থান নির্বাচন ও সেতুর প্রয়োজনীয়তা সম্পর্কিত তথ্যসহ সংশ্লিষ্ট দফতরে অনুমোদনের জন্য পাঠানো হয়। এরপর অনুমোদন হলে টেন্ডার আহ্বান এবং সেতু নির্মাণ করা হয়। মাদারীপুর সদর উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়নে এ সেতু নির্মাণ করা হয়েছে। ব্যয় ধরা হয়েছে ২২ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল্লাহ ট্রেডার্স কাজ সম্পন্ন করেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আকতার হোসেন বাবুল বলেন, আমি টেন্ডার পেয়ে কাজ করেছি। ‘স্থান নির্বাচন করে আমাকে সাইড বুঝিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার। আমার দায় কাজের গুণগত মান নিয়ে। এ সেতু দিয়ে লোক চলাচল না করার দায়ভার আমার নয়।’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুদ্দিন বলেন, ‘সরকারের অর্থ কাজে আসবে না এমন কোনো স্থানে সেতু নির্মাণের কথা নয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
শিরোনাম
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
- স্বাস্থ্যকেন্দ্রে ‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় চরাঞ্চলের প্রসূতিরা
- ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
- আমেরিকায় যেভাবে ভয়ানক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ‘লাফিং গ্যাস’
- দল নিবন্ধন : আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্বে ইসির ৭ কর্মকর্তা
- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মতবিনিময় সভা
মাঠের মাঝখানে নিঃসঙ্গ সেতু
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর