রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গরু চুরির সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। বর্তমানে তারা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। রবিবার রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- বালিয়াকান্দির পদমদী গ্রামের সাইফুল শেখ (৩০) ও ফরিদপুরের শিবরামপুর গ্রামের খোকন শেখ (৩৫)। এদের মধ্যে সাইফুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত ২টার দিকে হোগলাডাঙ্গী গ্রামের কুদ্দুস শেখের গরু চুরি করতে যায় আটকরা। এ সময় কুদ্দুস শেখ একজনকে জাপটে ধরেন। পরে তার চিৎকারে বাড়ির লোকজন আরও একজনকে আটক করেন। এ সময় মোটরসাইকেলে আরও কয়েকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা আটকদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
বালিয়াকান্দি থানার উপপরিদর্শক রাজিবুল ইসলাম বলেন, এলাকাবাসী দুই চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        