রাত হলেই ভারত সীমান্ত থেকে দল বেঁধে বাংলাদেশে প্রবেশ করে বুনো শুয়োর। সারা রাত জমির ফসল নষ্ট করে মধ্যরাতে আবার ভারতে ফিরে যাচ্ছে এ শুয়োরের দল। প্রতি রাতে এমন তান্ডব চলছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের ঠুঁঠাপাড়া গ্রামে। ফলে ফসল রক্ষায় নির্ঘুম রাত কাটছে স্থানীয় কৃষকের। স্থানীয়রা জানান, ধান, গম, ভুট্টা, পাটসহ বিভিন্ন ফসল রাতের আঁধারে নষ্ট করে সূর্যের আলো ফোটার আগেই সীমান্ত পেরিয়ে ভারতে ফিরে যায় বুনো শুয়োর। ফসল বাঁচাতে রাত জেগে পাহারা দিয়েও মিলছে না সুফল। উল্টো রাতে পাহারা দিতে গিয়ে বুনো শুয়োরের হামলার শিকার হয়েছেন একাধিক কৃষক। আতঙ্কে দিন কাটছে তাদের। ইতোমধ্যে শুয়োরের আক্রমণে প্রায় ৪০০ বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। তারাপুর গ্রামের আসাদুল্লাহ বলেন, প্রায় তিন মাস থেকে ঠুঁঠাপাড়া মাঠের জমিতে প্রতি রাতে শুয়োর দল বেঁধে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি করে আবার ফিরে যাচ্ছে। তার দুই বিঘা জমিতে ভুট্টা ছিল। কিছুদিন আগে বনো শুয়োরের দল এসে তা নষ্ট করে দিয়েছে। এখন তার ধানের জমির ফসলও নষ্ট করছে। সামাদ আলী নামে একজন বলেন, ভারত থেকে এসে বনো শুয়োর প্রতিটি ফসলের ক্ষতি করছে। এগুলো দেখতেও ভয়ঙ্কর। তার জমিতে এখন ধান আছে তাই সারা রাত পাহারা দেন। অনেকে শুয়োরের ভয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন। তিনি বলেন, বুনো শুয়োরের দল যে জমির ওপর দিয়ে ছোটাছুটি করে, সেখানকার সব শেষ করে দেয়। ধান ছাড়াও গম ও ভুট্টার ব্যাপক ক্ষতি করেছে। ঠুঁঠাপাড়ার ধান চাষি সাদ্দাম আলী বলেন, দুই বিঘা জমিতে ধান রয়েছে তার। এখনো পাকেনি তার পরও কেটে নিতে হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকা কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা রয়েছে। বুনো শুয়োর থাকা এলাকাটি ভারতীয় সীমানার মধ্যে এবং জঙ্গল ও নদীর ধারে হওয়ায় সেখানে কোনো বেড়া নেই। অবাধে শুয়োরের দল চলাফেরা করতে পারে। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এর আগেও এমন ঘটনা ঘটলেও এ বছর বেড়েছে। বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। শিবগঞ্জের ইউএনও আবুল হায়াত বলেন, বিভাগীয় বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরকে জানানোর পর তারা কৃষকদের পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, সীমান্ত এলাকায় এক ধরনের সাউন্ড তৈরি করতে হবে। এতে বনো শুয়োর রাস্তা পরিবর্তন করবে।
শিরোনাম
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
ফসল রক্ষায় নির্ঘুম রাত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর