শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

রোগীদের ডেকে সেবা দেওয়ার চেষ্টা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের

নেত্রকোনা প্রতিনিধি

দীর্ঘদিনের অব্যবস্থাপনায় মানুষের মাঝে তৈরি হওয়া হাসপাতালে গিয়ে হয়রানি-ভীতি দূর করতে এখন প্রচারণা করে আনতে হচ্ছে রোগী। জেলার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হয়েছে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা, অপারেশনসহ সেবা প্রদান কার্যক্রম। কিন্তু এখনো মানুষের মাঝে দীর্ঘ বছরের চিকিৎসা সংকট ভীতি হিসেবেই রয়ে যাওয়ায় জেলা সদরে ছুটেন এখনো। সরেজমিন দেখা গেছে, অর্ধশতাধিক বছর পূর্বে স্থাপিত হাসপাতালটিতে পরবর্তীতে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি হলেও সেবা পেতেন না এলাকার মানুষ। ডাক্তার সংকট থেকে শুরু করে খাবারসহ পরীক্ষা-নিরীক্ষা কিছুই পেত না। শুধু মামলা করার জন্য ঝগড়া করে সার্টিফিকেট নেওয়া রোগীরাই ভর্তি থাকত একসময়। এই অবস্থার পরিবর্তন হয়ে গত তিন মাস ধরে অপারশেনসহ ইসিজি ও রক্ত পরীক্ষার সব টেস্ট এখন হাসপাতালটিতেই হচ্ছে। বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। বর্তমানে ৫০ শয্যায় উন্নীতসহ ডাক্তার সংকট কাটিয়ে নিরবচ্ছিন্ন সেবা দিলেও মানুষের ভিতরে এখনো বিশ্বাস তৈরি হচ্ছে না। ফলে নানা সুযোগ-সুবিধা দিয়ে এমনকি ওষুধ কিনে দিয়ে সিজারসহ বিভিন্ন ধরনের রোগীদের হাসপাতালমুখী করছেন কর্তৃপক্ষ। এর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনও সহায়তার হাত বাড়িয়ে রেখেছেন। তবে যারা আসছেন সেবা নিতে তারা খুশি হয়ে ফিরছেন। অনেকে শুনে শুনে এসে মিল পাচ্ছেন। এখানেই সব ধরনের সেবা পেয়ে সন্তুষ্ট হচ্ছেন। তারা মনে করছেন এই ধারাবিহকতা অব্যাহত রাখলে কষ্ট করে অর্থ খরচ করে কেউ আর নেত্রকোনা যাবে না। এখান থেকেই পাবেন সব ধরনের সেবা। আটপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) উত্তম কুমার পাল জানান, ২৬ মার্চ থেকে অপারেশন চালু করেই তারা রোগীদের উদ্বুদ্ধ করছেন। এ ছাড়াও এখন ২৪ ঘন্টা সেবা দেওয়া হচ্ছে। যাতে একজন রোগীকেও নেত্রকোনায় যেতে না হয়। তারপরও এখনো ভীতি থাকায় কিছুটা বিমুখ এই এলাকার রোগীরা।

হাসপাতালে শুধু অর্থোপিডিক্স ছাড়া ডাক্তার সংকটও নেই। আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ জানান, যাতে অপারেশনসহ বিদ্যুৎ সমস্যায় পড়তে না হয় সে জন্য আইপিএসসহ এসির ব্যবস্থা করেছি আমরা স্থানীয়ভাবে। এ ছাড়াও বিভিন্ন সভা সেমিনারে মানুষকে হাসপাতালে সেবা নিতে আগ্রহী করা হচ্ছে।

সর্বশেষ খবর