লক্ষ্মীপুরের রায়পুরে প্রত্যন্ত গ্রামাঞ্চলের খামারি, কৃষকদের দারিদ্র্য বিমোচন ও ন্যায্য প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা হয় মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ ও সরবরাহ কেন্দ্র। পাশাপাশি মাংস উৎপাদন বাড়াতে নেওয়া হয় মহিষ উন্নয়ন প্রকল্প। এ কারখানায় পাঁচ বছর ধরে দুধ সংগ্রহ বন্ধ রয়েছে। খামারিরা দুধ বিক্রি ও ঋণ পরিশোধ নিয়ে পড়েন বিপাকে। নিঃস্ব হয়ে পথে বসেছেন চরাঞ্চলের হাজারো খামারি। এদিকে নীতিমালা অনুযায়ী লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় বন্ধ হওয়ার পথে সোয়া ১৮ কোটি টাকার মহিষ প্রকল্পটিও। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০২ সালে উপজেলার মিতালী বাজারে ৫.৪৭ একর জমিতে দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন নামে দুগ্ধ শীতলীকরণ ও সরবরাহ কেন্দ্র স্থাপন করে মিল্কভিটা কর্তৃপক্ষ। যার উদ্দেশ্য দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন। বিশেষ এ প্রকল্পটির নাম ছিল রায়পুর মহিষ উন্নয়ন ও কৃত্রিম প্রজনন প্রকল্প। প্রকল্পের আওতায় খামারিদের সেবা দেওয়ার জন্য মিল্কভিটায় পাঁচটি শেড, একটি বীজাগার মেশিন, একটি গবেষণাগার, প্রজনন মেশিন, আধুনিক নিক্তিসহ বিভিন্ন যন্ত্রাংশ স্থাপন করা হয়। এ কেন্দ্রের আওতায় ৩৮টি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির প্রায় ১ হাজার খামারির কাছ থেকে নির্ধারিত মূল্যে দুধ কিনত মিল্কভিটা। এখানে কেনা দুধ ৫ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক শীতলীকরণ মেশিনে প্রক্রিয়া শেষে ঢাকার মিরপুরে মিল্কভিটার মূল কেন্দ্রে পাঠানো হতো। সমবায়ী খামারিদের খামার পরিচালনার জন্য ২০ হাজার থেকে ৭০ হাজার টাকারও অধিক ঋণ, পাশাপাশি গবাদিপশুর চিকিৎসাসেবা নিশ্চিতকরণ ও ওষুধ দেওয়া হতো। ২০১৮ সালে রায়পুর মিল্কভিটার দুধ শীতলীকরণ কেন্দ্রে দুধ সংগ্রহ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। শীতলীকরণের অত্যাধুনিক মেশিনটিও দুই বছর আগে ফেরত নেওয়া হয়। এতে খামারিরা উৎপাদিত দুধ বিক্রি ও ঋণ পরিশোধ নিয়ে বিপাকে পড়েন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ