সাজেক ও খাঁশিয়া। ব্যাপক জনপ্রিয় পাহাড়ে উৎপাদন হওয়া এসব নামের কমলা। টসটসে রসালো। খেতে যেমন মজাদার। স্বাদে খুব মিষ্টি। তাই রাঙামাটির বিভিন্ন উপজেলায় স্থানীয়রা গড়ে তুলেছে এসব কমলার বাগান। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা ফিকে হলুদ রঙের কমলা দেখতে বেশ আকর্ষণীয়। এসব কমলা সংগ্রহ করে বিক্রেতারাও নিয়ে যাচ্ছে স্থানীয় হাটে। দামে কম। মানে ভালো। তাই নজর কেড়েছে ক্রেতা-বিক্রেতাদের। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব কমলা সরবরাহ করা হয় ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার বাঘাইছড়ি, বিলাইছড়ি উপজেলা, নানিয়ারচর ও সদর এ চার উপজেলায় কমলা চাষ করা হয়েছে। পাহাড়ের পাদদেশে ঢালু জায়গায় প্রতিটি টিলায় কমলার বাগান গড়ে তোলা হয়েছে। এক একটি টিলায় ২০০-৩০০ কমলার গাছ রয়েছে। অনেকেই গড়ে তুলেছে কমলার বাগান। এসব বাগানে এ বছর কমলার ফলন হয়েছে খুব ভালো। কমলায় বিভিন্ন হাটবাজার সয়লাব হয়ে গেছে। দাম কম হওয়ায় চাহিদাও প্রচুর। রাঙামাটি বনরূপা বাজারের কমলা ব্যবসায়ী সুমন্ত চাকমা বলেন, এখানকার কমলা মিষ্টি ও টসটসে রসাল। স্থানীয় হাটবাজারে প্রতি ডজন কমলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৬০ টাকা। ক্রেতাদের চাহিদা রয়েছে। তাই লাভবান হচ্ছে চাষি ও বিক্রেতারা। রাঙামাটি কৃষিবিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে রাঙামাটি জেলায় কমলার আবাদ হয়েছে ৬৭০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ২৬৫ টন। শুধু নানিয়ারচর উপজেলায় চাষ হয়েছে ১২৫ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ২৫০ টন। চাহিদা থাকায় এ ফল চাষে ঝুঁকছেন চাষিরা। জেলার বাঘাইছড়ি, বিলাইছড়ি, লংগদু, রাজস্থলী, বরকল উপজেলাসহ বেশকিছু এলাকায়ও কমলা চাষ হয়েছে। রাঙামাটি নানিয়ারচর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ক্যান্টিলা চাকমা বলেন, এ বছর কমলা ফলন ভালো হয়েছে। বাগানে আরও পরিচর্যা করা হলে ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষক বেশি লাভবান হতেন।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
পাহাড়ে গাছে গাছে রসালো কমলা
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর