মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। প্রায় ৫০০ বছর আগে বসতি শুরু হয় এ দ্বীপে। প্রয়োজনীয় কাজে এখানকার হাজার হাজার মানুষ প্রতিদিন মগনামা ঘাট দিয়ে কুকুবদিয়া চ্যানেল পার হয়ে যাতায়াত করেন চকরিয়া, কক্সবাজার শহর, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। এ চ্যানেল পারি দিতে তাদের ব্যবহার করতে হয় ছোট ডেনিশ অথবা স্পিডবোট। বোটে একদিকে যেমন বাড়তি টাকা দিতে হয়, অন্যদিকে রয়েছে জীবনের ঝুঁকি। বর্ষা মৌসুমে চ্যানেল উত্তাল থাকায় ঝুঁকি আরও বেড়ে যায়। প্রায়াই ঘটে দুর্ঘটনা। দেশ স্বাধীনের পর থেকে কুতুবদিয়াবাসী একটি ফেরির অপেক্ষায় থাকলেও এরই মধ্যে কেটে গেছে ৫৩ বছর। পাঁচ দশকের বেশি সময় ফেরি না পেয়ে চ্যানেল পারাপারে মানুষ যেমন কষ্ট ভোগ করছেন তেমন উৎপাদিত কৃষিপণ্য ও লবণ বাজারে সরবরাহ নিয়ে বিপাকে পড়ছেন তারা। নিত্যদিন প্রয়োজনীয় কাজে মানুষ কুতুবদিয়া থেকে মগনামা ঘাটে পার হয়ে ছুটতে হয় চকরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায়। কুতুবদিয়া চ্যানেল দিয়ে দ্বীপে চারটি জেটি ঘাট থাকলেও গুরুত্বপূর্ণ দুটি ঘাট দিয়েই মানুষ বেশি যাতায়াত করেন। এর একটা হলো দরবার ঘাট, অন্যটি বড়ঘোপ ঘাট। দ্বাপবাসীর ভাষ্য, একটি ফেরিই কুতুবদিয়ার ২ লক্ষাধিক বাসিন্দার জীবনমান উন্নত করতে পারে। দেশের ছোটবড় নদীতে সেতু হওয়ায় অনেক ফেরি ঘাটে পড়ে থাকলেও তাদের দুঃখ লাঘবে একটা ফেরি জুটেনা বলেও হতাশা ব্যক্ত করেন দ্বীপের একাধিক পেশাজীবী। দ্বীপে বসবাসরত মোস্তাক আহমেদ নামে একজন বলেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও কুতুবদিয়াবাসীর দুঃখের শেষ নেই। মগনামা-কুতুবদিয়া ঘাট পারাপার আমাদের জন্য অভিশাপ। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য আশেকুর রহমান বলেন, কুতুবদিয়া-মগনামা ঘাট পারাপার অতি কষ্টের। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যদি একটি ফেরিঘাট দেন, দ্বীপের মানুষের ঘাট পারাপারে সুবিধা হবে। ককুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, ‘এখানে ফেরি ২ লাখ মানুষের প্রাণের দাবি।’
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
ফেরির অপেক্ষায় ৫৩ বছর
‘একটা ফেরি বদলে দিতে পারে ২ লাখ মানুষের জীবনমান’
মিজানুর রহমান, কুতুবদিয়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর