কুতুবদিয়ায় সাগরে নেমে স্রোতে তলিয়ে যায় আপন তিন চাচাতো ভাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই ভাইয়ের লাশ উদ্ধার হলেও এখনো এক ভাইয়ের সন্ধান মেলেনি। উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মহোহরখালীর মাসুক হোসেনের পুত্র আশেক (১২) ও আলী হোসেনের পুত্র আলিম উদ্দিনের (১২) লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ও রাত সাড়ে ১২টার দিকে এ দুজনের লাশ উদ্ধার হয় বলে জানান নিহতদের চাচা নাজিম উদ্দীন। তবে এখনো তার আরেক ভাই হাসেমের পুত্র জাওয়াদ (৬) নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা জানান, আশেক ও আলিম উদ্দিন বায়তুশ শরফ হাফেজখানা মাদরাসার শিক্ষার্থী ও নিখোঁজ জাওয়াদ মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।