কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মল্লিকা সিএনজি পাম্পের সামনে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার ভাগুলপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে এবং চৌদ্দগ্রাম উপজেলার ইয়াছিনের স্ত্রী মরিয়ম আক্তার মিতু (২২) ও তাদের ছেলে আলভী (১৫ মাস)। সদর দক্ষিণ থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, ইয়াছিন মিয়া তার বোনের বাড়ি সদর দক্ষিণ উপজেলার রতনপুর থেকে মোটরসাইকেলে স্ত্রী ও সন্তান নিয়ে শ্বশুরবাড়ি ভাগুলপুর গ্রামে যাচ্ছিলেন। পথে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
ইয়াছিনের স্ত্রী মিতু এবং মিতুর কোলে থাকা ১৫ মাসের ছেলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত ইয়াছিনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।