বিশ্বনাথে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার নওধার (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান লিলুু (৪৮) ওই গ্রামের আরজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বৈরাগী বাজারে ফার্নিচারের ব্যবসা করতেন।
লিলুর ভাতিজা বাবুল মিয়া জানান, ঘটনার রাতে গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন তারা চাচা। বাড়ির রাস্তায় পৌঁছামাত্র কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। সিএনজি অটোরিকশা নিয়ে এসেছিল ঘাতকরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ষোষণা করেন।
বিশ্বনাথ পুলিশ স্টেশন অফিসার ইনচার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী জানান, সেনাসদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।