গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এরশাদনগর টেকবাড়ী সড়কের পাশে বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদ নোয়াখালীর সোনাগাজী থানার বগাদানা গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি গাজীপুরা মোল্লাবাড়ি এলাকার মসজিদ রোডে পরিবার নিয়ে বসবাস করতেন ও স্টেশন রোড মাছিমপুর এলাকায় মুদি ব্যবসা করতেন। পুলিশ গতকাল হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায়। নিহতের বাবা জামাল হোসেন বলেন, ফরিদ প্রতিদিনের মতো টঙ্গী স্টেশন রোড থেকে রাত ১২টার দিকে বাসায় ফিরছিলেন। এ সময় টঙ্গী এরশাদনগর টেকবাড়ী এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। টঙ্গী পূর্ব থানার ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং আমাকে খবর দেয়।
হাসপাতালে গিয়ে আমার ছেলেকে মৃত দেখতে পাই।
স্থানীয় এক বাসিন্দা সোহাগ জানান, তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমী বলেন, হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।