নকলায় পুকুরে ডুবে তকরিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার টালকি ইউনিয়নের বিবিরচর গ্রামে এ ঘটনা ঘটে। তকরিম একই এলাকার রাজু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, সকালে তকরিম খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এদিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে রহিম মোল্যা নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা নগদাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।