গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি লুকিমুদ্দিন ওরফে লোকমানকে (৫৪) গ্রেপ্তার করেছে র্যাব। তার গতকাল র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার বাসন থানার কড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লোকমান টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা।
এদিকে কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আরেক আসামি রুবেলকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০-এর উপ-পরিচালক (অপ্স ও মিডিয়া) এম জে সোহেল।