টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান।
শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল