সাতক্ষীরার আশাশুনিতে বেতনা নদীর চর দখল নিয়ে সংঘর্ষে এক কৃষক নিহত ও আহত হয়েছেন তিনজন। উপজেলার উত্তর চাপড়া গ্রামে গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহাতের নাম জাকারিয়া সরদার (৫০)। তার বাড়ি উপজেলার উত্তর চাপড়া গ্রামে। ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাই ইউনুস আলী সরদার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।