নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে আশরাফ উদ্দিন অরূপ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফ উদ্দিন ওই গ্রামের করিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি পেশায় ডিশ লাইন ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানায়, সকালে বাড়িতে গোখরা সাপ তার ডান হাতে কামড় দেয়। স্বজনরা রাজশাহী মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।