গোপালগঞ্জের পাঁচ উপজেলায় ১ হাজার ২৯৪টি মণ্ডপে হবে আসন্ন শারদীয় দুর্গোৎসব। জেলা প্রশাসকের দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পূজা ম পের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। তালিকায় উল্লেখ করা হয়েছে এ বছর গোপালগঞ্জ সদর উপজেলায় ৩৫১টি, কাশিয়ানীতে ২৩৬, কোটালীপাড়ায় ৩২২, মুকসুদপুরে ২৯৩ ও টুঙ্গিপাড়ায় ৯২টি মণ্ডপে দুর্গাপূজা হবে। ২ অক্টোবর মহালয়ার মধ্যদিয়ে দেবী পক্ষের সূচনা হবে। ৯ অক্টোবর ষষ্ঠী, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর নবমী ও দশমী বিহিত পূজা হবে। জেলা প্রশাসক মুহম্মাদ কামরুজ্জামান গতকাল বলেন, আমরা পূজা মন্ডপের তালিকা ঢাকায় পাঠিয়েছি। জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে উৎসবমুখর করতে চাই।
এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান। জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি মৃনাল কান্তি রায় চৌধুরী পপা বলেন, শারদীয় দুর্গোৎসব ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপন করা হবে। সেই লক্ষ্যেই আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।