ভুরুলিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩২) মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।