গাইবান্ধার সাঘাটায় ভুল অপারেশনে নবজাতকের মৃত্যু ও প্রসূতির মূত্রথলি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে প্রসূতির পরিবার সিভিল সার্জনের কাছে অভিযোগ দায়ের করেন। উপজেলার বোনারপাড়ার সবুজ বাংলা জেনারেল হাসপাতালে ১৮ মে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রসূতির নাম নাজমা বেগম (৩২)। ঘটনার সত্যতা স্বীকার করে সবুজ বাংলা জেনারেল হাসপাতালের ডা. রাশেদুন্নবী বলেন, সন্তান প্রসূতির গর্ভে আগেই মারা গেছে। তবে অপারেশনের সময় মূত্রথলি কেটে বিচ্ছিন্ন হয়েছে, আমরা তা অপারেশনের জন্য খরচ বহন করতে চেয়েছি সেটা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে। সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত করা হয়েছে এখন হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।