কুমিল্লার মনোহরগঞ্জের মৈশাতুয়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মৈশাতুয়া বাজারে টিনশেড মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মনোহরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মাসুম মিয়া জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, আমাদের সারা জীবনের সম্বল মুহূর্তের আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। দোকানে থাকা মোবাইল ব্যাংকিংয়ের নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটারসহ সব মালামাল পুড়ে গেছে। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর।