বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাগুরা শহরের ঢাকা রোড ব্রিজ এলাকায় গুলিতে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী হত্যা মামলায় তৌহিদ মোল্যা তাহিদ (৪৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইছাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাহিদ মাগুরা পৌরসভার পারলা এলাকার মৃত বাদল মোল্যার ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী হত্যা মামলার ১৩ নম্বর আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতা চালানোর অভিযোগে আরেকটি মামলা রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) কাজী এহসানুল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রূপগঞ্জ থানার ইছাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।