গাইবান্ধার সাঘাটা উপজেলা সমাজসেবা অফিসের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ। অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে। মানববন্ধনে সুবিধাবঞ্চিতসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ৪ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। সাঘাটা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি দেওয়া হয় সমাজসেবা অধিদপ্তর মহাপরিচালক বরাবর। বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে সাঘাটায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার জন্য ১০টি ইউনিয়নে যাচাই বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীর তালিকা করার কথা। তখনকার দায়িত্বরত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান প্রতিবন্ধী নয় এমন ব্যক্তি এবং একই পরিবারের একাধিক সদস্যকে অর্থের বিনিময়ে কার্ড দিয়ে ভাতার আওতায় এনেছেন।
এ ছাড়া এলাকায় নেই এমন শতাধিক ভুয়া নাম ভাতার আওতায় এনে টাকা নিজেরা হাতিয়ে নিয়েছেন। ঘুষ দিতে না পারায় প্রকৃত অসচ্ছল, অসহায় ও প্রতিবন্ধীরা বঞ্চিত হয়েছেন। তারা অভিযুক্ত মশিউর রহমান ও কারিগরি প্রশিক্ষক (কম্পিউটার) লোকমান হাকিমের শাস্তি এবং সঠিক যাচাইবাছাইয়ের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের উন্নয়নের মূল ধারায় আনার দাবি জানান।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর মশিউর রহমান সাঘাটায় যোগদান করেন। ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে ওই কর্মকর্তাকে ঠাকুরগাঁওয়ে বদলি করা হয়। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। কারিগরি প্রশিক্ষক (কম্পিউটার) লোকমান হাকিমকেও গোবিন্দগঞ্জে বদলি এবং পরে তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।