সুন্দরবনের শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে বনদস্যু আনারুল বাহিনীর সদস্য বিল্লাল হোসেনকে (৩৩) আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে। আটক বিল্লালের বাড়ি খুলনার কয়রা উপজেলায়। গতকাল সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিমাম-উল- হক এ তথ্য নিশ্চিত করেছেন।