বঙ্গোপসাগর দিয়ে চোরাই পথে মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সার বোঝাই একটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করা হয়েছে। জব্দ সারসহ আটকদের হস্তান্তর করা হয়েছে টেকনাফ কাস্টমসে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন টেশনাফের টহল জাহাজ সাগরে টহল দিচ্ছিল। তখন টেকনাফের শীলখালি উপকূলে ধাওয়া দিয়ে এম ভি আরিফুল হাসান নামে একটি কাঠের নৌকা আটক করা হয়। জব্দ করা হয় ৬০০ বস্তা ইউরিয়া সার।