দ্বীপজেলা ভোলায় প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ। এই কার্যক্রমের মাধ্যমে দ্বীপজেলা ভোলার বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যসহ অন্যান্য বর্জ্য সংগ্রহ করা হয়। এ সময় সাধারণ মানুষদের সচেতন করা হয়।
জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রতি বছর মাথাপিছু প্লাস্টিকের ব্যবহারের পরিমাণও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রতি বছর প্রায় ৮ লাখ ৯৯ হাজার ২৫০ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। পরবর্তী সময়ে যা মাইক্রোপ্লাস্টিক হয়ে ফুডচেইনে যুক্ত হয়ে মানব শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। এজন্য বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ভোলায় প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ গ্রহণ করা হয়।
সোমবার বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেনের (সিয়াম) নেতৃত্বে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ, ভোলা জেলা শাখার সহ-সভাপতি আবিদ হোসেন, দফতর সম্পাদক সুমাইয়া আক্তার, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান নুহা, কার্যনির্বাহী সদস্য মো. জিহাদ, মো. অরিন, মুন্না, জিসানসহ আরও অনেকে।
মো. শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, প্লাস্টিক, পলিথিন ও বর্জ্যমুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্লাস্টিকের অতিমাত্রায় ব্যবহার পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব রাখছে।
তিনি বলেন, নদীতেও প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। নদী ও জলাশয়ে প্লাস্টিক বর্জ্য ফেলার ফলে জলজ প্রাণী ও মাছের ক্ষতি হয় এবং পানি দূষিত হয়। এছাড়া, প্লাস্টিক বর্জ্য পচে ভূমি ও পানি দূষণ ঘটায় এবং রোগ ছড়াতে পারে। তাই, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পুনর্ব্যবহারের মাধ্যমে নদীকে দূষণমুক্ত রাখা জরুরি।
এ সময় জনগণকে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং টেকসই অভ্যাস গড়ে তোলার জন্য উৎসাহিত করা হয়।
শুভসংঘের বন্ধুরা প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি, শিক্ষা ও সচেতনতামুলক প্রচার, উদ্ভাবনকে উৎসাহিত করেন। তারা বলেন, সরকারের নীতিগত পরিবর্তনের বাস্তবায়ন করে পরিবেশে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কমাতে সম্ভব। এছাড়া, প্লাস্টিক দূষণ মোকাবিলা করে বাসযোগ্য ভবিষ্যৎ পৃথিবীর জন্য আমাদের সবার ভূমিকা পালন করার এখনি সময়।
বিডি প্রতিদিন/কেএ