কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার ও মোটিভেশনাল বিষয়ক সেমিনার।
গতকাল কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে বসুন্ধরা শুভসংঘ কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে এ কর্মশালাটি আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘ কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারীরিক প্রতিবন্ধী ফ্রিল্যান্সার গোলাম রাব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নিজাম উদ্দিন, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামিম হোসাইন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কুয়াকাটা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আল আমিন অনিক, ইভেন্ট সম্পাদক মো. হাসিব বিল্লাহ নাইম, সদস্য আবিদ, ফয়সাল ও সোহেল প্রমূখ।
অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী গোলাম রাব্বানী বলেন, জন্ম থেকে আমার দুই পা অচল। বাইরের আলো চোখে পড়েনি ২০ বছর ধরে। একটা সময় পরিবার বোঝা মনে করত আমাকে। অথচ আমি এখন পরিবারের ভরসা। জীবনযুদ্ধে লড়াই করে আজ আমি সফল ফ্রিল্যান্সার। আমার বয়স এখন ২৩ বছর। প্রাতিষ্ঠানিক কোন যোগ্যতা নেই আমার। আজি জীবনে প্রথম স্কুলে আসলাম। আমার ভাগ্যে লেখাপড়া জোটেনি। একটা সময় জীবনটা বোঝা মনে করতাম। আজ আমি বাইরের আলো দেখছি। এ সকল কিছুই পরিশ্রম, গাইডলাইন আর ধৈর্য ধরে লেগে থাকার ফল। আজ আমি ডিজিটাল মার্কেটিংয়ে মুক্ত পেশাদার। বাংলাদেশি টাকায় আজ ৫০ হাজার টাকার উপরে আয় করছি বাসায় বসে। অনলাইন আর ইউটিউবে শিখে আজ বিদেশিদের কাজ করে যাচ্ছি অনায়াসে। শুরুতে নানা সমস্যা মোকাবিলা করতে হয়েছিল আমার। এটা মেনে নিয়েছিলাম। কারণ আমি জানতাম আমাকে কিছু একটা করে দেখাতে হবে এ সমাজকে। এত লম্বা পথ আমাকেই পাড়ি দিতে হয়েছে। জীবনযুদ্ধে লড়াই করে সফলতা ছিনিয়ে আনতে হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
সেমিনারটিতে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় ও মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাযিল মাদরাসার বিভিন্ন ক্লাসের ৬০ জন শিক্ষার্থীরা অংশ নেন।
মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাযিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী মো. আবিদ বলেন, আমাদের জন্য অনুপ্রেরণা হলো গোলাম রাব্বানী ভাই। সফল মানুষের বাস্তব ঘটনা আমরা আজকে শুনতে পেলাম। ধন্যবাদ বসুন্ধরা শুভসংঘ কুয়াকাটা শাখাকে এমন আয়োজন করার জন্য।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন