ছোট শিশুদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে গরিব মেধাবী শিক্ষার্থী দের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘ দামুড়হুদা উপজেলা শাখার বন্ধুরা। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা সদরের দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ২৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ বসুন্ধরা গ্রুপের খাতা, ২টি কলম, পেনসিল, কাটার, রাবারবক্সসহ বক্স তুলে দেওয়া হয়।
দামুড়হুদা উপজেলা সদরের বিশিষ্ট বিসিআইসি সার ডিলার আবু হানিফ বলেন, দামুড়হুদা উপজেলা বসুন্ধরা শুভসংঘের ভাইয়েরা শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়ে তাদের পাশে দাড়ানই আমরা খুবই খুশি হয়েছি। আবার উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি হয়েছে। উপকরণ হাতে পেয়ে তাদের ও লেখাপড়ায় যেমন আগ্রহ বাড়বে তেমনি প্রতিযোগিতা ও হবে। শুধু তাই নয় জানতে পেরেছি দামুড়হুদা উপজেলা বসুন্ধরা শুভসংঘের ভাইয়েরা বাল্যবিয়ে, মাদক বিরোধী প্রচার, প্রচার চালিয়ে আসছে এছাড়া ও করোনা কালীন সময়ে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, রমজান মাসে রোজাদারদের ইফতারসহ খাবার বিতরণ, শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা, রক্তের গ্রুপ নির্ণয়, ঈদে মাদ্রাসার অসহায় ছাত্র/ছাত্রীদের মাঝে পোশাক বিতরণ, শীতকালে কম্বল বিতরণ, গাছের চারা রোপণ, মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়া লেখন, চিত্রাঅংকনসহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে সাধারণ অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা বসুন্ধরা গ্রুপ ও তাদের এই সংগঠন দামুড়হুদা উপজেলা শাখাকে ধন্যবাদ জানাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নারান চন্দ্রপাল বলেন, শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ দিতে আমাদের বিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপ ও তাদের এই সংগঠন শুভসংঘকে ধন্যবাদ জানাই। শিশু শিক্ষার্থীরা এই উপকরণ পেয়ে লেখাপড়ায় আগ্রহ বাড়বে। বসুন্ধরা শুভসংঘ দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি এ্যাড, ইসমাইল হোসেন বলেন, কোমলমতি শিশুদের লেখাপড়ায় উৎসাহ দিতে আমাদের এই উদ্যোগ। আমরা সামনের দিনে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহী করতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে জ্ঞানমূলক কর্মসূচি পালন করব। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রতন, উপদেষ্টা দামুড়হুদা আব্দুল ওদুদ শাহা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন, প্রধান উপদেষ্টা কালের কন্ঠের দামুড়হুদা প্রতিনিধি হাবিবুর রহমান, সাংগাঠনিক সম্পাদক আবু বকর, অর্থ সম্পাদক নওশাদ আলি, সদস্য আবুল কালাম মাস্টার, আজাদ, আব্দুল আলিম, আক্তারুজ্জামান বাবুল, হাতেম আলি। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণ।