বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার বন্ধুদের উদ্যোগে এক প্রাণবন্ত পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) লালমনিরহাটের ঐতিহ্যবাহী গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন রচিত জনপ্রিয় উপন্যাস ‘যত দূরে যাই’ নিয়ে আলোচনা করা হয়।
ইমদাদুল হক মিলন এর "যত দূরে যাই" উপন্যাসটি একটি পরিবারের গল্প যেখানে প্রেম, বিরহ, পারিবারিক সম্পর্ক এবং জীবনের কঠিন বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে।
সাহিত্যপ্রেমী বন্ধুরা উপন্যাসটির বিভিন্ন চরিত্র, কাহিনি বিন্যাস, ভাষার সৌন্দর্য, প্রেম ও পারিবারিক টানাপড়েনসহ সামাজিক বাস্তবতার প্রতিফলন নিয়ে উন্মুক্তভাবে আলোচনা করেন।
বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাঈম রহমানের সঞ্চালনা ও পরিচালনায় পাঠচক্রে অংশ নেন সহ সভাপতি মোঃ নাসিম উদ্দিন বিদ্যুৎ, মোঃ সৌরভ ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মাসুদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ মিয়া, অর্থ সম্পাদক মোঃ শিমুল মিয়া, দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান জীম বাবু, নারী বিষয়ক সম্পাদক মাইশা মারজান, ক্রীড়া সম্পাদক মোঃ সাব্বির হোসেন সিয়াম, কার্যকরী সদস্য অ্যাড. মলিনা ইয়াসমিন রুমি, মোঃ মেহেদী হাসান আতিক, মারিয়া রহমান, সোহানুর ইসলাম সাওন, মোঃ আরিফ ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, আঁখি আক্তার, মোঃ আবু বক্কর
আতিক, শাহানা পারভীন, মোছাঃ আফসানা পারভীন দোলা।
সাধারণ সম্পাদক মোঃ নাঈম রহমান বলেন, সাহিত্য আড্ডা আমাদেরকে কেবল বই পড়ার প্রতি আগ্রহী করে তোলে না, বরং লেখকদের ভাবনার জগতে প্রবেশ করার সুযোগ করে দেয়। চলুন, আমরা সবাই মিলে সাহিত্যকে জীবনের অনুষঙ্গ হিসেবে গ্রহণ করি, পাঠাভ্যাস গড়ে তুলি এবং জ্ঞানভিত্তিক মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখি।
সভাপতির বক্তব্যে মোঃ কামরুজ্জামান সুমন বলেন, এ ধরনের সাহিত্য আড্ডা ও পাঠচক্র আমাদের মননশীলতা বাড়ায় এবং বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করে। তরুণ প্রজন্মের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলতে এই উদ্যোগ আমরা নিয়মিতভাবে চালিয়ে যেতে চাই।