বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২ জুলাই) দিনাজপুরে হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসাটির শিক্ষক মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ প্রতিদিন দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা এমদাদুল হক মিলন, সদর উপজেলা শাখার সভাপতি আসতারুল আলম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন, দফতর সম্পাদক মিলন আহমেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান ফুয়াদ, ক্রীড়া সম্পাদক ফিরোজ প্রমুখ।
শিক্ষা সামগ্রী হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে মাদরাসার শিক্ষার্থীরা। তারা জানায়, অনেক সময় পরিবার থেকে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। শুভসংঘের এই সহায়তা তাদের পড়াশোনায় নতুন উৎসাহ যোগাবে।
মাদরাসার শিক্ষকরা বলেন, “শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু উপকরণ নয়, তাদের মনে পড়াশোনার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা তৈরি করবে। বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর শাখার সভাপতি আসতারুল আলম বলেন, “সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বসুন্ধরা গ্রুপ সবসময়ই মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ আমাদের সামান্য প্রয়াস। আমরা চাই মাদরাসার শিক্ষার্থীরাও সুশিক্ষা নিয়ে সমাজের মূলধারায় এগিয়ে আসুক। এই ছোট্ট সহায়তা হয়তো তাদের বড় স্বপ্ন গড়ার পথে সহায়ক হবে।”
বিডি প্রতিদিন/নাজিম