দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তা সংস্কার ও সম্প্রসারণ কাজ শুরুর কিছু দিন পর বন্ধ করে দিয়েছেন ঠিকাদার। এতে ঘোড়াঘাটের চেচুরিয়া গ্রাম থেকে বানিয়াল পর্যন্ত এক কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজ এখন এলাকার হাজার হাজার মানুষের জন্য স্থায়ী দুর্ভোগে রূপ নিয়েছে। সাত মাসে শুধু বক্স কাটিং করা হয়েছে। এদিকে কাজ বাস্তবায়নে এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী অধিদপ্তরের পক্ষ থেকে মৌখিকভাবে একাধিকবার তাগাদা দেওয়া সত্ত্বেও তা শুরু করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়রা জানান, রাস্তার ওপরে থাকা হিয়ারিং বন্ডের ইট তুলে বক্স কাটিং করে বালু ফেলে রাখা হয়েছে। খুঁড়ে রাখা মাটি ও বালু মিশে রাস্তা চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছে ৬-৭ গ্রামের স্কুলশিক্ষার্থীসহ হাজারো মানুষ। বর্ষা শুরু হলে আরও বেহাল হবে রাস্তার। এক কিলোমিটার এই রাস্তার মধ্যে রয়েছে একটি মাদরাসা, দুটি প্রি-ক্যাডেট স্কুল, একটি উচ্চ বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, আরডিআরআইআইপি-২ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বানিয়াল-চেচুরিয়া গ্রামের রাস্তা উন্নতকরণ কাজের ব্যয় নির্ধারণ করা হয় ৯৮ লাখ ৩ হাজার ২১ টাকা ও সলভেজ কস্ট ধরা হয় ৪ লাখ ৭৫ হাজার ৭৬৪ টাকা। যার চুক্তি সম্পন্ন হয় ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর। চুক্তি ও কার্যাদেশ মোতাবেক কাজটি ওই বছরের ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়। বানিয়াল গ্রামের শফিরুল ইসলাম, ফটুক মিয়া, সাজু মিয়াসহ কয়েকজন জানান, এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কয়েক দিনেই ধান কাটা শুরু হবে। এই রাস্তা ছাড়া ধানসহ বিভিন্ন কৃষিপণ্য বাড়িতে ও হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া-আসার বিকল্প কোনো পথ নেই। ৬-৭ গ্রামের মানুষ এ রাস্তা দিয়ে পণ্য আনা-নেওয়া করে। রাস্তাটি সঠিক সময়ের মধ্যে সংস্কার না করলে পরিবহন খরচ বেড়ে যাবে। গত মৌসুমেও এরকম ভোগান্তি পোহাতে হয়েছে। রাস্তার এ বেহালের কারণে কোনো গাড়ি আসতে চায় না। চেচুরিয়া গ্রামের ভ্যানচালক শাহজাহান আলী আক্ষেপ করে বলেন, ‘এ আস্তা (রাস্তা) দিয়ে কোনো মালামাল নিয়ে যাওয়া সম্ভব হয় না, বালুর মধ্যে চাকা ডাব্যা (দেবে) যায়। একটু প্রেসার দিলেই মোটর পুড়ে যায়। গত ছয় মাসে হামার ভ্যানের দুটি মোটর পুড়ে গেছে।’ চেতুরিয়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী অভিযোগ করে জানান, রাস্তায় শুধু বালু আর বালু। এ অবস্থায় স্কুলে যাতায়াত করা কষ্টকর হয়ে পড়েছে। এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, ঠিকাদারকে মৌখিকভাবে বারবার তাগাদা দেওয়া হলেও তিনি কাজ শুরু করেননি। এ অবস্থায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাবু ট্রেডাসকে ধারা অনুযায়ী কোনো কারণ ছাড়া একটানা ২৮ দিন কাজ বন্ধ থাকায় চুক্তির মৌলিক লঙ্ঘন হিসেবে বিবেচনা করে সবাইকে অবহতির লক্ষ্যে চুক্তি বাতিলে ২২ এপ্রিল চূড়ান্তভাবে লিখিত নোটিস দেওয়া হয়েছে। নোটিস মোতাবেক কার্যক্রম না হলে পরে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের