দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তা সংস্কার ও সম্প্রসারণ কাজ শুরুর কিছু দিন পর বন্ধ করে দিয়েছেন ঠিকাদার। এতে ঘোড়াঘাটের চেচুরিয়া গ্রাম থেকে বানিয়াল পর্যন্ত এক কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজ এখন এলাকার হাজার হাজার মানুষের জন্য স্থায়ী দুর্ভোগে রূপ নিয়েছে। সাত মাসে শুধু বক্স কাটিং করা হয়েছে। এদিকে কাজ বাস্তবায়নে এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী অধিদপ্তরের পক্ষ থেকে মৌখিকভাবে একাধিকবার তাগাদা দেওয়া সত্ত্বেও তা শুরু করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়রা জানান, রাস্তার ওপরে থাকা হিয়ারিং বন্ডের ইট তুলে বক্স কাটিং করে বালু ফেলে রাখা হয়েছে। খুঁড়ে রাখা মাটি ও বালু মিশে রাস্তা চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছে ৬-৭ গ্রামের স্কুলশিক্ষার্থীসহ হাজারো মানুষ। বর্ষা শুরু হলে আরও বেহাল হবে রাস্তার। এক কিলোমিটার এই রাস্তার মধ্যে রয়েছে একটি মাদরাসা, দুটি প্রি-ক্যাডেট স্কুল, একটি উচ্চ বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, আরডিআরআইআইপি-২ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বানিয়াল-চেচুরিয়া গ্রামের রাস্তা উন্নতকরণ কাজের ব্যয় নির্ধারণ করা হয় ৯৮ লাখ ৩ হাজার ২১ টাকা ও সলভেজ কস্ট ধরা হয় ৪ লাখ ৭৫ হাজার ৭৬৪ টাকা। যার চুক্তি সম্পন্ন হয় ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর। চুক্তি ও কার্যাদেশ মোতাবেক কাজটি ওই বছরের ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়। বানিয়াল গ্রামের শফিরুল ইসলাম, ফটুক মিয়া, সাজু মিয়াসহ কয়েকজন জানান, এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কয়েক দিনেই ধান কাটা শুরু হবে। এই রাস্তা ছাড়া ধানসহ বিভিন্ন কৃষিপণ্য বাড়িতে ও হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া-আসার বিকল্প কোনো পথ নেই। ৬-৭ গ্রামের মানুষ এ রাস্তা দিয়ে পণ্য আনা-নেওয়া করে। রাস্তাটি সঠিক সময়ের মধ্যে সংস্কার না করলে পরিবহন খরচ বেড়ে যাবে। গত মৌসুমেও এরকম ভোগান্তি পোহাতে হয়েছে। রাস্তার এ বেহালের কারণে কোনো গাড়ি আসতে চায় না। চেচুরিয়া গ্রামের ভ্যানচালক শাহজাহান আলী আক্ষেপ করে বলেন, ‘এ আস্তা (রাস্তা) দিয়ে কোনো মালামাল নিয়ে যাওয়া সম্ভব হয় না, বালুর মধ্যে চাকা ডাব্যা (দেবে) যায়। একটু প্রেসার দিলেই মোটর পুড়ে যায়। গত ছয় মাসে হামার ভ্যানের দুটি মোটর পুড়ে গেছে।’ চেতুরিয়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী অভিযোগ করে জানান, রাস্তায় শুধু বালু আর বালু। এ অবস্থায় স্কুলে যাতায়াত করা কষ্টকর হয়ে পড়েছে। এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, ঠিকাদারকে মৌখিকভাবে বারবার তাগাদা দেওয়া হলেও তিনি কাজ শুরু করেননি। এ অবস্থায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাবু ট্রেডাসকে ধারা অনুযায়ী কোনো কারণ ছাড়া একটানা ২৮ দিন কাজ বন্ধ থাকায় চুক্তির মৌলিক লঙ্ঘন হিসেবে বিবেচনা করে সবাইকে অবহতির লক্ষ্যে চুক্তি বাতিলে ২২ এপ্রিল চূড়ান্তভাবে লিখিত নোটিস দেওয়া হয়েছে। নোটিস মোতাবেক কার্যক্রম না হলে পরে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
- স্বাস্থ্যকেন্দ্রে ‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় চরাঞ্চলের প্রসূতিরা
- ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
- আমেরিকায় যেভাবে ভয়ানক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ‘লাফিং গ্যাস’
- দল নিবন্ধন : আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্বে ইসির ৭ কর্মকর্তা
- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মতবিনিময় সভা
দিনাজপুরের ঘোড়াঘাট
রাস্তা খুঁড়েই কাজ বন্ধ
চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর