বরিশাল-ঝালকাঠি সড়কের ষাটপাকিয়া এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে চেকপোস্টের নামে যাত্রী ও চালকদের নাজেহাল এবং মালিক সমিতির হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিএনজি ও মাহিন্দ্রচালকরা। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক চালক ও শ্রমিক অংশ নেন। পরে তারা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। এতে বক্তৃতা করেন শ্রমিক নেতা কামাল হোসেন, সুমন হাওলাদার, ইমরান মোল্লা, জসিম, হৃদয়।